ছোটবেলা থেকেই সুশান্ত সিং রাজপুত ছিলেন এক উজ্জ্বল এবং বুদ্ধিমান প্রাণ। বাল্যকাল থেকেই সুশান্ত পদার্থবিদ্যায় জাতীয় অলিম্পিয়াডের বিজয়ী ছিলেন। ২০০৩ সালে ডিসিই এন্ট্রান্স পরীক্ষায় ৭ তম র্যাঙ্ক করে দিল্লী ইঞ্জিনিয়ারিংয়ের কলেজে জায়গা করে নেন। এমনকি সুশান্ত ভারত সরকারের থিঙ্ক-ট্যাঙ্ক একটি মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম প্রচারের জন্য স্বাক্ষর করেছিলেন।
সুশান্তের নরম মনের পরিচয় অনেক ক্ষেত্রে পাওয়া গেছে। বিশেষত, সুশান্ত সিং রাজপুতও ছিলেন একজন পরোপকারী। ২০১৮ সালে, বিশাল বন্যার কবলে পরে কেরলকে ত্রাণ তহবিল হিসাবে ১ কোটি অনুদান দিয়েছিল। অভিনেতা নাগাল্যান্ড বন্যার জন্য ১.২৫ কোটি টাকা অনুদানও দিয়েছিলেন।
কলেজে পড়াকালীন সুশান্তের নৃত্যের প্রতি আগ্রহ বাড়তে থাকে। এরপর ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষ থেকে তিনি বাদ যান, কারণ তাঁর প্যাশন তাঁকে তাড়িয়ে নিয়ে গিয়েছিলো। নৃত্যকে নিজের প্যাশন বানানোর জন্য শেষে ইঞ্জিনিয়ারিংয় কলেজকে বিদাই জানিয়ে ভর্তি হলেন শমক দাভারের ডান্স একাডেমিতে। এরপর, ফিল্মফেয়ার পুরষ্কারের অংশ হিসাবে, সুশান্ত একটি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসাবে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। এইভাবেই বলিউডের পথে যাত্রা শুরু সুশান্তের। ‘বান্টি আউর বাবলি’ ফিল্মে নাচ বালিয়ে গানে সহকারী নৃত্য শিল্পী হিসেবে পারফর্ম করেছিলেন সুশান্ত। এরপর প্রায় ১৬ টা মুভিতে অভিনয় করেছিলেন।
‘পবিত্র রিস্তা’ হিন্দি ধারাবাহিক দিয়ে নিজের পাকাপাকি জায়গা বানিয়ে নেন প্রয়াত সুশান্ত। সেখান থেকেই প্রেম শুরু হয় অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। দিঘ বছরের সম্পর্কের পর সেই সম্পর্কের অবসান হয়। কৃতি শ্যাননের সঙ্গে নাম জড়ালেও তা বন্ধুত্ব পর্যন্ত বজিয়ে থাকে। এরপর প্রায় পাকাপাকি ভাবে মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেন অভিনেতা। লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন। কিন্ত বেশ কিছু অগ্যাত কারণে আজ তিনি এই জগতে নেই। সিবিআই তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত এনসিবি রিয়া চক্রবর্তী সহ তাঁর ভাই ও ম্যানেজারকে গ্রেফতার করেছে। বাকি তদন্ত চলছে। তবে উল্লেখযোগ্য ব্যপার হল যে এখনও সুশান্তের ফ্যানেরা ও তাঁর পরিবার সুশান্তকে একটুও ভুলতে পারেননি। সুশান্তের দুই দিদি প্রতিনিয়ত ট্যুইটারে ভাইয়ের উদ্দেশ্যে কিছু না কিছু পোস্ট করেন। রইল তারই এক ঝলক।
Received more than 3 lakhs heartwarming messages. I cried reading, listening and watching them. I cannot even fathom the kind of love and legacy he has left behind. #Message4SSR Pls, watch the whole video here: https://t.co/EDUYKKghIe pic.twitter.com/nsoWSOJZ7u
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 23, 2020