Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের মৃত্যুর এক সপ্তাহ আগে থেকেই ফোন করেনি বান্ধবী রিয়া, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

Updated :  Friday, August 7, 2020 10:49 AM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্ত যতই বাড়তে থাকে ততই আরও জল ঘোলা হতে থাকে মৃত্যু রহস্য। এই মৃত্যুর তদন্ত প্রথম থেকেই মুম্বাই পুলিশ করছিল সেখান থেকে বলিউডের কিছু পরিচালক প্রযোজকদের এবং অভিনেতার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছিল এবং সেখান থেকে কিছু তথ্য সামনে উঠে এসেছিল। কিন্তু তাও তারা রহস্য ভেদ করতে পারেনি। সুশান্তর বাবা কে কে সিং বিহার পুলিশের কাছে সুশান্ত-এর প্রেমিকা এরিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানান। এই এফআইআরের জন্য বিহার পুলিশের একটি টিম মুম্বাই এসে তদন্ত করতে থাকে। তারাও কিছু জনকে জিজ্ঞাসাবাদ করেন রহস্যভেদ করছিল কিন্তু তারপর তারাই আদালতে আবেদন করে এই মৃত্যুরহস্যের ভার সিবিআই এর হাতে তুলে দিতে।

সম্প্রতি রিয়া এবং সুশান্ত সম্পর্কে একটি তথ্য ফাঁস হয়েছে। একটি সংবাদ মাধ্যমের দ্বারা জানা গেছে সুশান্তের ফোন কলের ব্যাপারে। সুশান্তর মৃত্যুর আগে ৮ই জুন থেকে ১৪ই জুন রিয়া তাকে কোন ফোন বা এসএমএস করেনি। এছাড়াও তারা সুশান্তর ফোন কল অ্যাক্সেস করে জানতে পেরেছে শিশুদের মৃত্যুর আগের দিন বলিউডের বিখ্যাত এক পরিচালক এবং প্রযোজকের সঙ্গে কথা হয়েছিল বেশ কিছুক্ষণ।

তারা এটাও দাবি করেছেন যে, জানুয়ারির ২০ থেকে ২৫ তারিখের মধ্যে তিনি কুড়ি জন বলিউড সেলিব্রেটিদের ফোন করেছিলেন। এছাড়া তার বোন যিনি হরিয়ানায় থাকেন তার সাথে তার কথা হয়েছিল। এছাড়াও সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান 14 তলা থেকে লাফিয়ে আত্মঘাতী হয়। তখনো রিয়া তাকে কোনো ফোন কল করেনি।