Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে ঠিক কী বললেন বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া? জানুন

Updated :  Friday, August 14, 2020 1:25 PM

গতকাল সুশান্ত সিং রাজপুতের জন্য সিবিআই তদন্তের দাবিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ভিডিওটি তিনি মোদী ও শাহকে ট্যাগ করে দেশবাসীর কাছে সিবিআই তদন্তের সমর্থনে এগিয়ে আসার অনুরোধ করেন। তাঁর পোস্টকে সমর্থন জানিয়ে তড়িঘড়ি ট্যুইটও করেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ড ও কৃতি শ্যানন।

এবার শ্বেতা কীর্তির সমর্থনে নিজের নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিবিআই এর সমর্থনে সুশান্তের বিচার চেয়ে পোস্ট লিখলেন অভিনেতা বরুণ ধাওয়ান, সুরজ পঞ্চলী ও পরিণীতি চোপড়া।

সুশান্তের মৃত্যু নিয়ে অবশেষে ঠিক কী বললেন বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া? জানুন

হ্যাশ ট্যাগে #cbiforSSR লিখে স্টোরি পোস্ট করেন বরুণ। অন্যদিকে সুরজ লেখেন– আমি অন্তর থেকে প্রার্থনা করি এবং চাইও সুশান্তের পরিবারের ইচ্ছা পূরণ হোক। যথাযথ ভাবে সিবিআই তদন্ত হোক। এটা তাদের জন্য এক দীর্ঘকালীন লড়াই হয়ে উঠেছে। সুশান্তের পরিবারের সাথে সাথে গোটা পৃথিবীরও জানা প্রয়োজন ঠিক কি ঘটেছিল। অন্যদিকে পরিণীতি স্টোরিতে লেখেন– যা সত্য, তা উদঘাটন করা হোক।

উল্লেখ্য, শ্বেতা সিং কীর্তি তাঁর গতকালের পোস্ট করা ভিডিওটিতে সিবিআই তদন্ত চেয়ে জানান– সুশান্ত বিচার না পেলে আমরা কোনোদিনই আর শান্তিপূর্ণ ভাবে জীবন কাটাতে করতে পারব না। এর পর পরই অঙ্কিতা লোখন্ড শ্বেতা সিং কীর্তিকে সমর্থন জানিয়ে ট্যুইট করার পাশাপাশি নিজেও সিবিআই তদন্তের সমর্থনে ইন্সটা পোস্ট করে লেখেন– দেশ জানতে চায়, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কি হয়েছিল। অন্যদিকে, কৃতি শ্যাননও পোস্ট করে বলেন রাজনীতির ঊর্ধে উঠে সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে সিবিআই তদন্ত করা হোক। সুশান্তের পরিবার, বন্ধু ও ভক্তেরা সুবিচার পাক।

শ্বেতা সিং কীর্তির সমর্থনে বলিউডের এই অভিনেতা অভিনেত্রীরা এগিয়ে আসার ফলে সোশ্যাল মিডিয়াতে সাধারণ সুশান্ত ভক্তরাও সিবিআই তদন্তের সমর্থনে #cbiforSSR হ্যাশ ট্যাগ স্লোগানকে আগুনের মত ছড়িয়ে দিচ্ছেন।