EPFO 3.0: বড় খবর! দীপাবলির আগেই বদলাচ্ছে PF তোলার নিয়ম, কয়েক মিনিটে তুলতে পারবেন টাকা

লক্ষ লক্ষ অ্যাকাউন্টধারীর জন্য আসছে বড় সুখবর। দীপাবলির আগেই কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) চালু করতে চলেছে EPFO 3.0, যার ফলে সম্পূর্ণ বদলে যাবে প্রভিডেন্ট ফান্ড উত্তোলনের প্রক্রিয়া। এখন আর কোনও ফর্ম পূরণ, কাগজপত্র জমা বা অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। কয়েক মিনিটেই ATM বা UPI-এর মাধ্যমে সরাসরি তোলা যাবে PF টাকার অংশ।
নতুন ডিজিটাল সুবিধা
এতদিন পর্যন্ত পিএফ উত্তোলনের জন্য কর্মীদের অনলাইন ফর্ম পূরণ করতে হত। তার সঙ্গে জমা দিতে হত বিভিন্ন নথি। কখনও কখনও EPFO অফিসেও যেতে হত, আর টাকা হাতে পেতে লেগে যেত অনেকটা সময়। কিন্তু EPFO 3.0 চালু হলে এই পুরো প্রক্রিয়াই বদলে যাবে। শুধু মোবাইলের UPI অ্যাপ ব্যবহার করেই কিংবা কাছের ATM থেকে সরাসরি PF তোলা যাবে, যেমনটা সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় করা হয়।
কীভাবে কাজ করবে EPFO 3.0
নতুন সিস্টেমের মাধ্যমে PF অ্যাকাউন্টগুলো সরাসরি ATM এবং UPI নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ব্যবহারকারীদের আধার-লিঙ্কড মোবাইল নম্বর বা সুরক্ষিত PIN ব্যবহার করতে হবে টাকা তুলতে। প্রথমদিকে নিরাপত্তার স্বার্থে PF উত্তোলনে কিছু সীমা আরোপ করা হতে পারে। তবে ধাপে ধাপে সেই সীমা শিথিল করার পরিকল্পনা রয়েছে।
শুধু টাকা তোলাই নয়
EPFO 3.0 শুধু তোলার সুবিধা এনে দিচ্ছে না, বরং PF অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে। অ্যাকাউন্টধারীরা এখন সহজেই ব্যালেন্স চেক করতে পারবেন, প্রতি মাসে কত টাকা জমা হচ্ছে তা দেখতে পারবেন, এমনকি জমা দেওয়া ক্লেমের অবস্থা ট্র্যাক করতে পারবেন। নামের ভুল, জন্মতারিখের ত্রুটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের গণ্ডগোল—এসব সমস্যাও ঘরে বসে ডিজিটালি সংশোধন করা যাবে।
দেরি হলেও আসছে সুবিধা
মূলত ২০২৫ সালের জুনেই এই পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত প্রস্তুতি এবং বারবার টেস্টিংয়ের কারণে বিলম্ব ঘটে। এখন সব কিছু ঠিকঠাক চললে, দীপাবলির আগেই নতুন সুবিধা চালু হবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, ১০ ও ১১ অক্টোবর কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্যের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সেই বৈঠকে সবুজ সংকেত মিললেই কার্যকর হয়ে যাবে EPFO 3.0।
কর্মীদের জন্য আশার আলো
সরকারি নিয়ম অনুযায়ী, PF হলো কর্মীদের দীর্ঘমেয়াদি সঞ্চয়। কিন্তু টাকার প্রয়োজন হলে দ্রুত হাতের কাছে না পাওয়া নিয়ে বহু অভিযোগ ছিল। এবার নতুন সিস্টেম চালু হলে, কর্মীরা যেমন চাইবেন তেমনভাবেই টাকা তুলতে পারবেন। একদিকে এটি কর্মীদের আর্থিক নিরাপত্তাকে মজবুত করবে, অন্যদিকে সময় ও ঝক্কি অনেকটাই কমাবে। দীপাবলির আগে এই উদ্যোগ কার্যকর হলে তা নিঃসন্দেহে হবে এক বড় উপহার।