ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড বর্তমানে সাধারণ নাগরিকের প্রধান পরিচয় পত্র হয়ে উঠেছে। এই গুরুত্বপূর্ণ নথিটি ছাড়া আপনি কোনভাবেই সরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন না। শুধু সরকারি পরিষেবা গুলোই নয়, বেসরকারি কর্মক্ষেত্রেও আধার কার্ড হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ নথি। তবে এবার আধার কার্ডের বৈধতা নিয়ে বড় তথ্য ঘোষণা করল EPFO। আপনারা জানলে অবাক হবেন, জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে আধার কার্ড। আজ্ঞে হ্যাঁ, এবার থেকে সরকারি কর্মচারীদের ‘কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা” অর্থাৎ EPFO আর আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসেবে মান্যতা দেবে না।
এদিন EPFO-এর তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরাসরি আধার কার্ড প্রণয়ন সংস্থা অর্থাৎ UIDAI কে জানিয়েছে। অন্যদিকে, আধার কার্ড প্রণয়ন সংস্থা তথা UIDAI-এর তরফ থেকে বলা হয়েছে, আধার কার্ড কোন ব্যক্তির জন্মের প্রমাণপত্র নয়, আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণ পত্র। এমনকি আধার কার্ড কোন ব্যক্তির নাগরিত্বের পরিচয়ও নয়। আধার কার্ড শুধু মাত্র একজন ব্যক্তির অস্তিত্ব প্রকাশ করে।
EPFO এদিন জন্মের প্রমাণপত্রের তালিকা থেকে আধার কার্ডকে বাতিল ঘোষণা করেছে। এখন থেকে জন্মের পরিচয় পত্র যাচাই করনের কাজে ব্যবহার করা হবে না আধার কার্ড। বিগত নিয়ম অনুসারে, রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত কোন স্কুল কিংবা কলেজের মার্কশিট, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড এবং ভোটার কার্ডের মত নথি গুলি একজন সরকারি চাকরিজীবী জন্মের প্রমাণ পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে সনাক্ত করার কাজে ব্যবহার করা যেতে পারে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside