সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

আজকালকার দিনে ভারতে ওয়েব সিরিজের প্রবণতা অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সকলেই এই ধরনের জিনিস দেখতে বেশ পছন্দ করছেন। বিশেষত করোনা মহামারীর পর থেকেই ওয়েব সিরিজ একটা বড় জায়গা করে নিয়েছে…

Avatar

আজকালকার দিনে ভারতে ওয়েব সিরিজের প্রবণতা অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সকলেই এই ধরনের জিনিস দেখতে বেশ পছন্দ করছেন। বিশেষত করোনা মহামারীর পর থেকেই ওয়েব সিরিজ একটা বড় জায়গা করে নিয়েছে ভারতীয়দের মনে। এই মুহূর্তে ওয়েব সিরিজের প্রবণতা অন্যান্য সিনেমা থেকে অনেক বেড়ে গেছে এবং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এই সিরিজ গুলো। বাড়িতে বসে আরামে এই ধরনের ওয়েব সিরিজ দেখা যায়। এর জন্য তাদেরকে বাইরে কোথাও যেতে হয় না। প্রত্যেকদিন আলাদা আলাদা ওয়েব সিরিজ দেখার স্বাধীনতা তাদের কাছে রয়েছে। সেই কারণে ওয়েব সিরিজ আজকালকার দিনে বেশ নাম করেছে সকলের মধ্যে।

কিন্তু ভারতে এমন কিছু ওয়েব সিরিজ রয়েছে, যেগুলি আপনি বাড়িতে তো দূর আপনার বন্ধুদের সঙ্গেও দেখতে পারবেন না। এই ধরনের ওয়েব সিরিজ সম্পূর্ণরূপে অ্যাডাল্ট দৃশ্যে ভরপুর এবং এই সমস্ত সিরিজে রয়েছে বেশ কিছু যৌনতার দৃশ্য। রগরগে যৌনতা থেকে শুরু করে ডার্ক অ্যাকশন, সব কিছুই এই ওয়েব সিরিজের মূল উপাদান। এবার বেড সিন ছাড়াও আজকাল কিছু ওয়েব সিরিজ ও রোম্যান্টিক থ্রিলার সকলের মন জয় করেছে। আজকে সেরকম কিছু ওয়েব সিরিজ নিয়েই কথা হবে।

প্রথমে আমরা যে ওয়েব সিরিজের কথা বলছি সেটা হল আশ্রম ওয়েব সিরিজ এবং এই ওয়েব সিরিজে পরিচালক প্রকাশ ঝা ইশা গুপ্তাকে এমন কিছু চরিত্রে ব্যবহার করেছেন, যেখানে তাকে বেশ চ্যালেঞ্জিং কিছু রোলে অভিনয় করতে হয়েছে। এই সিরিজের তৃতীয় ভাগে অভিনেত্রী ইশা গুপ্তাকে দেখা যাচ্ছে। তবে, যে সহজতার সাথে তিনি এই ধরনের ওয়েব সিরিজ করেছেন তা কিন্তু এতটা সহজ নয় অন্যান্য অভিনেত্রীদের পক্ষে। ববি দেওলের সঙ্গে তার রোম্যান্স দেখে অনেকেই আপ্লুত। এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ এখনো অবধি ভারতের এক নম্বর সিরিজ।

এর পাশাপাশি, ভারতে আরো কিছু ওয়েব সিরিজ আছে যেগুলি দর্শকদের মন জয় করেছে। এর মধ্যে অন্যতম হলো অ্যামাজন প্রাইমের মির্জাপুর। অ্যামাজন প্রাইম প্লাটফর্মে সবথেকে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় এটি রয়েছে এক নম্বরে। পঙ্কজ ত্রিপার্টির মতো বড় অভিনেতা এই ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তবে এই ওয়েব সিরিজের প্রধান বিষয়বস্তু রোম্যান্স কিংবা শারীরিক দৃশ্য না, বরং অ্যকশন সিকোয়েন্স এবং রক্ত গরম করা ডায়ালগ। আর কিছুদিনের মধ্যেই এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। ওয়েব সিরিজপ্রেমিরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মির্জাপুর ছাড়াও অ্যামাজন প্রাইমের আরো একটি চর্চিত ওয়েব সিরিজ হলো ফ্যামিলি ম্যান। এই ওয়েব সিরিজে কোন বেড সিন না থাকলেও অশ্লীল ভাষার প্রয়োগের জন্য এই ওয়েব সিরিজ এডাল্ট রেটেড। এতে মনোজ বাজপেয়ী প্রধান ভূমিকায় অভিনয় করেছেন এবং সকলের মন জয় করে নিয়েছে তার দুর্দান্ত অভিনয়। প্রথম দুটি পার্ট সাফল্যমন্ডিত হওয়ার পর খুব শীঘ্রই এই ওয়েব সিরিজের তৃতীয় সিজন আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

About Author