এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগৎ’এ পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এশা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মডেল হিসেবেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। নিজের একাধিক সাহসী, হট ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়ই সাহসী লুকে দেখা মেলে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা বেশিরভাগ ছবিতেই বোল্ড লুকে দেখা মেলে এশা গুপ্তার। সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেত্রীর তেমনি একটি বোল্ড রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে, যা রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে তার ভক্তদের। উষ্ণতাও ছড়িয়েছে নেটদুনিয়ায়। রইল সেই ইনস্টারিল, দেখে নিন।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে একটি ডিভানের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে। অভিনেত্রীর এই ভিডিওটি বেশ কিছুটা উপর থেকে তোলা হয়েছে। ঘরের সিলিংয়ের কাছাকাছি ক্যামেরাটি রেখে তোলা হয়েছিল ভিডিওটি, তা দেখেই স্পষ্ট হয়েছে। ভিডিওতে অভিনেত্রীকে পিঠ খোলা, দুধ সাদা লং পোশাকেই দেখা গিয়েছে। খোলা চুলে পায়ে মানানসই সাদা হাই হিল ছিল অভিনেত্রীর। ভিডিওটি চলাকালীন মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে শুয়ে শুয়েই একাধিক পোজ দিচ্ছিলেন তিনি। এই পোশাকে অভিনেত্রীকে প্রয়োজনের তুলনায় অতিরিক্তই লাস্যময়ী লাগছিল, তা নিঃসন্দেহে বলা চলে। তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই উষ্ণতা ছড়িয়েছে নেটমাধ্যমের পাতায়। তার রূপে আবারো মুগ্ধ তার অগণিত ভক্তমহল, কমেন্টবক্সে চোখ রাখলেই সেই ঝলক মিলবে। উল্লেখ্য, অভিনেত্রীর এই ঝলক গতবছরের, সেই ঝলকও রয়েছে তার সোশ্যাল মিডিয়ার পাতায়।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference