Today Trending Newsদেশনিউজ
অবশেষে খুঁজে পাওয়া গেল চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ, ছবি পাঠাল নাসা
Advertisement
অবশেষে খুঁজে পাওয়া গেল চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষ। চন্দ্রযান টু ল্যান্ডার এর খোঁজ পাওয়া গিয়েছে এমনটাই জানাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদেরই এল আর ও ক্যামেরাতে ধরা পড়েছে সেই ধ্বংসাবশেষের ছবি।
ভারতীয় কম্পিউটার প্রোগ্রাম ও পেশা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দাবি করেন ক্যামেরা তে যে ছবিটি ধরা পড়েছে সেটি বিক্রমের। ধরা পড়ার পরে নাসা ছবিটিকে ভালো করে প্রকাশ করার জন্য নীল,সবুজ রং দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ কে চিহ্নিত করে দিয়েছে। নীল রং দিয়ে বিক্রমের ধ্বংসাবশেষ কে চিহ্নিত করা হয়েছে। আর অন্যদিকে সবুজ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে বিক্রমের ভেঙে পড়া টুকরো ধাক্কায় সরে যাওয়া চাঁদের মাটি।