Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে চুটিয়ে প্রেম করতেন এভারগ্রীন অভিনেত্রী রেখা, একসাথে রাতও কাটিয়েছেন বহুবার

Updated :  Thursday, March 31, 2022 7:36 PM

বলি জগতের এভারগ্রীন আইকন রেখা আট থেকে আশি সকলের মন জয় করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে। পুরনো হিন্দি সিনেমার তালিকায় একাধিক হিট দেখা যায় রেখার নামে। সৌন্দর্য্য বা অভিনয়ের কেরামতিতে আজকালকার দিনের অভিনেত্রীদেরও পিছনে ফেলে দেন রেখা। তিনি বরাবরই সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে তাতে কেয়ার করেন না। নিজের মতাদর্শে জীবনযাপন করতে পছন্দ করেন বলি এভারগ্রীন বিউটি। তবে সোশ্যাল মিডিয়া জগতে সম্প্রতি রেখাকে নিয়ে এমন এক কথা সামনে এসেছে, যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে রেখা ফ্যানদের।

রেখাজির সৌন্দর্যে তো অনেকেই প্রেমে পড়ে গেছিলেন এককালে। রেখার বলিউড ক্যারিয়ার একাধিক হিট সিনেমা দিয়ে সুসজ্জিত। বলি ক্যারিয়ারের পাশাপাশি রেখা চর্চায় আসেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের সাথে সম্পর্কের জন্য। এই নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে চর্চার ঝড় ওঠে। তবে অনেকেই হয়তো জানেন না এই বলি অভিনেত্রী এককালে আমাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সাথে চুটিয়ে প্রেম করতেন। ভাবছেন কার কথা বলা হচ্ছে? ঠিকই ঠাহর করতে পারছেন, এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কথা বলা হচ্ছে। ইমরান খান ও রেখার মধ্যে এককালে প্রেমের সম্পর্ক ছিল। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে চুটিয়ে প্রেম করতেন এভারগ্রীন অভিনেত্রী রেখা, একসাথে রাতও কাটিয়েছেন বহুবার

সকলেই মোটামুটি রেখা ও অমিতাভ বচ্চনের প্রেমের সম্পর্ক নিয়ে অবগত। কিন্তু অনেকেই যেটা জানেন না সেটা হল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে রেখার সম্পর্ক। জানা যায়, ওই সময় দুজন গভীর রাত অবধি পার্টি করতেন ও একে ওপরের সাথে সময় কাটাতেন। এমনকি ইমরান খান নিজেই এক বিবৃতিতে বলেছিলেন যে তিনি রেখার সাথে বেশ মজা করছেন। তখনকার দিনে সুপারহিট ছিল ইমরান ও রেখার সম্পর্ক। এমনকি তাঁদের বিয়েও ঠিক হয়ে গেছিল। রেখার মা ইমরান ও রেখার সম্পর্ক মেনে নিয়ে বিয়ের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিলেন। তবে ভাবছেন সেই সম্পর্কের কি হল? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

জানিয়ে রাখা ভাল, এই প্রেমের গল্প সেই সময়ের থেকে যখন ইমরান খান একজন ক্রিকেটার ছিলেন এবং পাকিস্তানের হয়ে খেলতেন। তখনই তাঁরা চুটিয়ে প্রেম করতেন। কিন্তু তারপরে হটাৎ তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। আসলে এই প্রসঙ্গে ইমরান খান এক বিবৃতিতে বলেছিলেন, “তিনি কোনদিন এক অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেই পারেন না।” তবে একটাই প্রশ্ন রেখার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কেন তিনি। তাহলে কি ইমরান খানের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী রেখা?