আন্তর্জাতিককলকাতাদেশনিউজরাজ্য

বিষে ভরা ২০২০-কে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে স্বাগত জানাল গোটা বিশ্ব

Advertisement

২০২০ মানুষের কাছে একটা অভিশপ্ত বছর হয়ে থেকে যাবে আজীবন। আর তাই এই বছরকে বিদায় জানিয়ে নতুনভাবে ২০২১-কে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। যদিও করোনা এখনও বিশ্ব থেকে নির্মূল হয়নি, তবুও করোনার প্রকোপ এই নতুন বছরে খুব একটা কার্যকরী হবে না বলেই আশাবাদী বিশ্ববাসী। তাই ২০২০-র খারাপ স্মৃতি ভুলে আগামীর দিকে পা বাড়ানোর জন্য আলোর রোশনাইয়ে সেজে উঠেছে বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। অস্ট্রেলিয়ার সিডনি হোক বা নিউজিল্যান্ডের অকল্যান্ড, এদিকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস হোক বা কলকাতার হাওড়া ব্রিজ, বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানাতে প্রস্তুত ছিল সকলে।

গতকাল, বৃহস্পতিবার অর্থাৎ ৩১ ডিসেম্বরের রাত থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি চলছিল নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। সবার প্রথমে নতুন বছরকে সাদরে গ্রহণ করে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আলোর রোশনাই দিয়ে কার্যত মোহময়ী লাগছিলো অকল্যান্ডকে। এরপর আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানায় অস্ট্রেলিয়ার সিডনি। তবে শুধু সিডনি নয়, অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গা অর্থাৎ অ্যাডিলেড, মেলবোর্ন সহ গোটা অস্ট্রেলিয়া কার্যত প্রস্তুত ছিল নতুন বছরকে স্বাগত জানানোর জন্য।

নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এতটুকু পিছিয়ে ছিল না এ দেশের মুম্বই, দিল্লি, কলকাতাও। নিউ নর্ম্যাল পরিস্থিতিতে কিছু বিধিনিষেধকে সঙ্গে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হলেও মনের মধ্যে কোথাও আলাদা একটা পজিটিভ এনার্জি কাজ করছিল সকলের মধ্যে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং দিল্লির সাউথ ও নর্থ ব্লগ কার্যত রঙিন আলোয় সাজানো হয়েছিল।

সেজ উঠেছিল কলকাতার পার্ক স্ট্রিট থেকে নিউটাউন সর্বত্র। পার্ক স্ট্রিটে চেনা ভিড় চোখে না পড়লেও পুলিশের কড়াকড়ির মধ্য দিয়ে ভালভাবেই নতুন বছরকে স্বাগত জানাল তিলোত্তমা। সূর্যোদয় হয়ে গিয়েছে। বছরের প্রথম সূর্যোদয় দেখে সকলের একটাই আকুতি, বিশ্ব থেকে করোনা অতিমারিকে দূর করো। হাওড়া ব্রিজ থেকে বছরের প্রথম সূর্যোদয় দেখতে বেশ লাগছিল। এভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে।

Related Articles

Back to top button