Soumitrisha Kundu: নিখিলের শাড়ি দিয়ে নিজের পুজো শুরু করলেন সকলের প্রিয় মিঠাই

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক।…

Avatar

By

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক। তা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। ‘মিঠাই’ শুরু থেকেই একটানা টিআরপি রেটিংয়ে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে রেখেছে। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

বেঙ্গল টপারের খেতাবও মিঠাইয়ের মোদক পরিবার নিজের নামে করে রেখেছে। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বাঙালীর সেরা উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গিয়েছে। এবার এই পুজো পুজো পরিক্রমার মাধ্যমে দর্শকদের আরো কাছাকাছি চলে এসেছে সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এবার নিখিলের শাড়ি দিয়ে এবছরের দুর্গাপুজো শুরু করলেন সকলের প্রিয় মিঠাই রানী।

নুসরত জাহানের প্রাক্তন সহবাস সঙ্গী নিখিল জৈন যে একজন সেলিব্রেটির প্রাক্তন এটাই তাঁর পরিচয় নয়। তিনি একজন সফল বস্ত্র ব্যবসায়ী। নিখিলের বিপণন সংস্থা রঙ্গোলি এবং ইউভ এর পোশাকে দেখা যায় টলিউডেএ একাধিক অভিনেত্রীকে৷ যাদের মধ্যে অন্যতম নুসরতের কাছের বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার সেই রঙ্গোলির শাড়িতে পুজোর সাজ সাজলেন বাংলার মা কাকিমার সেরা মেয়ে মিঠাই রানী কে। এই বছর মিঠাইয়ের ব্যস্ত শুটিং শিডিউলের ফাঁকে ববিভিন্ন পুজো পরিক্রমা সাড়ছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

Soumitrisha Kundu: নিখিলের শাড়ি দিয়ে নিজের পুজো শুরু করলেন সকলের প্রিয় মিঠাই

তেমন‌ই এক পুজো পরিক্রমার জন্য সৌমিতৃষা বেছে নিয়েছিলেন নিখিলের শাড়ি। রঙ্গোলি ব্র্যান্ডের হলুদ রঙের একটি সুন্দর শাড়িতে অসাধারণ লাগছিলেন সৌমিতৃষা। এমন একটি সুন্দর শাড়ি পরে সুন্দর করে সেজে ছবি তুলে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রঙ্গোলী ব্র্যান্ড কে ধন্যবাদ জানালেন সৌমিতৃষা। জি বাংলার মিঠাই ধারাবাহিকে প্রায় সবসময়ই শাড়ি পরতে দেখা যায় মিঠাই রানী কে। তবে এই দিনের সাজের সঙ্গে মিঠাই এর সাজের কোন মিল ছিল না। তবে এই সুন্দর সাজে দেখে অভিনেত্রীকে অনেকেই প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই নয়া ছবি।