Dance Video: আরশী উপাধায়ের কোমর দোলানো দেখে উত্তেজিত বৃদ্ধরাও, মঞ্চে উঠে এই কাজ করলেন

গোটা বিশ্বজুড়ে শুরু হয়েছে ডিজিটাল যুগ। ভারতের মাটিতেও প্রভাব পড়েছে এই ডিজিটাল প্লাবনের। আজকালকার দিনে আট থেকে আশি প্রত্যেকের কাছেই রয়েছে স্মার্টফোন। এই ডিজিটাল যুগে ব্যাপক পরিবর্তন হয়েছে বিনোদন ইন্ড্রাস্ট্রিতে। রেডিও টিভি প্রায় অবলুপ্ত হয়ে বিনোদন চলে এসেছে আপনার হাতের মুঠোর স্মার্টফোনে। বিশেষ করে সম্পূর্ণ বিনামূল্যে ভিডিও দেখার স্থান হয়েছে ইউটিউব। এতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও। আর এই ইউটিউবে বর্তমানে প্রাধান্য বিস্তার করেছে বিভিন্ন হরিয়ানভি ডান্স ভিডিও।

হরিয়ানভি ডান্সাররা গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় স্টেজ শো করে থাকেন। এই সমস্ত স্টেজ শোয়ের ভিডিও প্রায় পাওয়া যায় ইউটিউবে। আপনি যদি এই সমস্ত ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই জানেন যে মুহূর্তের মধ্যে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এই হরিয়ানভি ডান্সারের মধ্যে জনপ্রিয়তার শিখরে রয়েছেন স্বপ্না চৌধুরী, মুসকান বেবি। আর আজকাল তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছেন আরও কিছু ড্যান্সার। তাদের মধ্যেই একজন হলেন আরশী উপাধ্যায়।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই হরিয়ানভি ড্যান্সার আরশীর একটি স্টেজ পারফরমেন্স ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গেছে আরশী উপাধ্যায় হাজার হাজার দর্শকের মাঝে একটি গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করছেন। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এই সময় প্রবীণ ব্যক্তি এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তিনিও মঞ্চে উঠে আরসি উপাধ্যায়ের সাথে নাচতে শুরু করেন। এই ভিডিওটি ৬ বছর আগে হংসরাম গুর্জার কাসগঞ্জ নামে একটি চ্যানেলে আপলোড করা হয়েছিল। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।