ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsনিউজরাজ্য

মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল এই সমস্ত সরকারি কর্মচারীদের, এবারে এত টাকা বাড়বে বেতন

রাজ্য সরকারের বিভিন্ন নগরোন্নয়ন দপ্তরের কর্মীদের ভাতা বৃদ্ধি পেয়েছে বলে খবর

Advertisement

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে মহার্ঘ ভাতা নিয়ে চলছে আন্দোলন। শুধুমাত্র ডিএ বৃদ্ধি নিয়ে নয় আন্দোলনকারীদের আরো দাবি এবারে অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। এসব আন্দোলন এবং দাবির মাঝেই রাজ্য নবরোন্নয়ন এবং পুর উন্নয়ন দস্তরের কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী রাজ্যে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের অধীনস্থ শিশু শিক্ষা প্রকল্প এবং মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রের কর্মীদের বার্ষিক সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানুয়ারি মাস থেকে এই নতুন নির্দেশিকা চালু হবে। গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এই বেতন বৃদ্ধির প্রক্রিয়া।

এর আগে মহার্ঘভাতা নিয়ে আন্দোলনকারীদের অভিযোগ ছিল কেন্দ্রীয় প্রকল্পের অধীনে থাকা বিভিন্ন সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমিয়ে দিয়েছে রাজ্য সরকার। অনেক অস্থায়ী কর্মী মহার্ঘ ভাতার সুবিধা পেয়ে থাকেন। তবে ২০২৩ এর নোটিফিকেশন অনুযায়ী বহু অস্থায়ী কর্মীর মহার্ঘ ভাতা এখনো পর্যন্ত বাড়েনি। এই আবহেই এবারে রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, শিশু শিক্ষা প্রকল্প কেন্দ্রের শিক্ষা সহায়কদের সাম্মানিক বার্ষিক তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই কেন্দ্রগুলির দেখাশোনার দায়িত্বে থাকা একাডেমিক সুপারভাইজারদের সাম্মানিক তিন শতাংশ করে বৃদ্ধি করা হয়েছে।

বাংলার পুর এলাকাগুলিতে পাঁচ বছর থেকে নয় বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষার অধীনে আনতে এই প্রকল্প চালিয়ে থাকে রাজ্য সরকার। এদিকে মাধ্যমিক শিক্ষা প্রকল্প কেন্দ্রে নয় বছরের বড় স্কুলে না যাওয়া পড়ুয়ারা থাকতে পারবেন। এই প্রকল্পের অধীনে থাকা কেন্দ্রে কমপক্ষে কুড়ি জন পড়ুয়া থাকতে হবে এবং যে সমস্ত পড়ুয়া স্কুলে যায় না তাদেরকে নিয়ে চালাতে হবে এই প্রকল্প।

Related Articles

Back to top button