নিউজরাজ্য

মালদার সুজাপুর বিস্ফোরণকাণ্ডে কারখানার মালিকের মৃত্যু, মৃত বেড়ে ছয়

Advertisement

মালদা: গতকাল, বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে যায় মালদার সুজাপুরের একটি প্লাস্টিক কারখানায়। এদিনই এই ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়। তিনজন গুরুতরভাবে আহত হন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা চিকিৎসাধীন ছিলেন। তারপর সেখান থেকে কারখানার মালিক আবদুল সাহেদকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তার। ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত বেড়ে ছয় হয়েছে। আবদুল সাহেদের বয়স ছিল ৫১ বছর।

বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কারখানায় কাজ চলাকালীন হঠাতই বিস্ফোরণ ঘটে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে আসে দমকল বাহিনীও। ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে পৌঁছায়। মৃতদের পরিবারের এবং আহতদের আর্থিক সাহায্যের আশ্বাস দেয় রাজ্য সরকার।

সেই আর্থিক সাহায্য মৃতদের পরিবার এবং আহতদের হাতে তুলে দেওয়ার জন্য এদিনই হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মৃতদের পরিবারের হাতে দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিরোধীরা এই নিয়ে রাজনৈতিক জলঘোলা করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলা হয়েছে।

Related Articles

Back to top button