চন্দ্রায়ন ২, এর ব্যর্থতার তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে ইসরো তৈরি করছে চন্দ্রায়ন ৩। তবে পরিকল্পনা মতন সব ঠিকঠাক চললে ২০২০ নভেম্বর এর চন্দ্রায়ন ৩ পাঠাতে চলেছে ইসরো।
চন্দ্রায়ন ৩ এর পুরো বিষয়টাকে খেয়াল রাখার জন্য তৈরি করা হচ্ছে একাধিক কমিটি ও উপ-কমিটি। এইসব কমিটি ও উপকমিটির উপর থাকছে সর্বোচ্চ পর্যবেক্ষণ কমিটি।
ইসরো চেয়ারম্যান শিভান বলেছেন ‘খুব শীঘ্রই নতুন চন্দ্র অভিযানের পরিকল্পনা করতে চলেছি। আগের ভুল ত্রুটি গুলি নিশ্চয়ই শুধরে নেওয়া হবে। নিশ্চিত ভাবে আমরা এবার সাফল্য অর্জন করব।’