স্টার জলসা চ্যানেল এর অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো শ্রীময়ী। বেশ কয়েক বছর ধরে শ্রীময়ী ধারাবাহিক অনেক চড়াই-উতরাই পেরিয়ে দর্শকদের মনে জায়গা করে আছে। তবে, কিছুদিন হলো দর্শকের মনে নাকি এই ধারাবাহিক নিয়ে একটু ক্ষোভ তৈরি হয়েছে। তার মূল কারণ হলো ধারাবাহিকে গল্পের গতিপথ। অনেকেই বলছেন, শ্রীময়ী ধারাবাহিক নাকি কোন মাথা মুন্ডু হীন ভাবে চলছে। গল্পে কিছু বোঝা যাচ্ছে না, গল্পটা দেখেও ভালো লাগছে না। তার সরাসরি প্রতিফলন পড়েছে ধারাবাহিকটির টিআরপি রেটিং এর উপরে।
ইন্দ্রানী হালদার অভিনীত এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তা কিন্তু নেট মাধ্যমে একদম স্পষ্ট। প্রথম থেকেই আমরা দেখে আসছি শ্রীময়ী ধারাবাহিক এ নাম চরিত্রের অদম্য জেদ, যেকোনো কিছু পরিস্থিতিতে লড়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ছেলে-মেয়ের অবহেলা, স্বামীর উপেক্ষা, শাশুড়ির সাথে সমস্যা সবকিছু নিয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীময়ী। একটা সময় ছিল যখন অনেক নারী নিজেকে শ্রীময়ী সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু তারাও দেখছেন, গল্পের গরু প্রায় প্রতিদিন গাছে উঠে যাচ্ছে।
ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দাবি করা হচ্ছে বন্ধ হোক শ্রীময়ী ধারাবাহিক। অনেকে লিখেছেন, “গল্পের গরু গাছে উঠবে মত কথা একটা প্রচলিত রয়েছে, আর ঠিক সেই ব্যাপারটি চলছে এখন শ্রীময়ী তে।” অনেকে আবার শ্রীময়ী মেয়ে দিঠি চরিত্র নিয়ে আপত্তি জানিয়েছে। তারা লিখেছেন, “দিঠীর ডাক্তার হওয়া গোল্লায় গেল। এখন মায়ের মতোই হাঁরি ঠেলবে পরের সংসারে গিয়ে। স্টেথোস্কোপ ছেড়ে উঠোনে গোবর লেপছে। গল্পের না আছে মাথা না আছে মুন্ডু। কোথাকার গল্প কোথায় নিয়ে গেছে।”

অনেকে আবার লিখেছেন, “বাড়ির পরিবেশ কলুষিত করছে এই ধরনের সিরিয়াল।” পাশাপাশি অনেকে আবার রহিত সেন এর সঙ্গে শ্রীময়ীর মিল হোক এটা চেয়ে ছিলেন, কিন্তু ডিভোর্সের পরে আবার অনিন্দর প্রতি শ্রীময়ীর এই ভালোবাসা অনেকে আবার মেনে নিতে পারছেন না।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside