কৌশিক পোল্ল্যে: পরনে সাদামাটা পোশাক, কোনো আড়ম্বর নেই। কোনোরকমে চলে সংসার, তবু স্বপ্ন দেখা বন্ধ করে দেয়নি গরিব চাষীর দুই ছেলে-মেয়ে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর কৃষক বাবার দুঃখ হয়তো এখনি ঘুচবে না কিন্তু একবিন্দু আলোর মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন সেই ভাই-বোন। কে বলবে তারা নাচ শেখেনি! তাদের নাচ দেখে বোঝার উপায় নেই যে পেশাদার নৃত্যশিল্পী নয়, বরং নিতান্তই অমলিন, সাধারন ঘরের দুটি ছেলে মেয়ে।
তারাও স্বপ্ন দেখল, নিজেদের স্বপ্নকে পাথেয় করে বানিয়েই ফেলল একটা টিকটক ভিডিও, রেসপন্স এল খুবই ভালো। এরপর একের পর এক টিকটক ভিডিয়োতে মনমাতানো নৃত্যশৈলী দিয়ে সকলের নজরে এলেন এই ভাই-বোনের জুটি। ক্রমশ ভাইরাল হতে থাকল তাদের ভিডিও। বিড়ালের ভাগ্যেও তো শিঁকে ছেঁড়ে, তাই হল। নব্বইয়ের দশকের অসাধারন কিছু গানে নেচে টিকটকে রাজ জমিয়ে ফেললেন দুজনে।
ভিডিও ফেসবুক, ট্যুইটার সহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আসতেই প্রশংসায় ফেটে পড়েন নেটিজেনরা। যদিও ওদের অর্থকষ্টের কথা শুনে অনেকেই দুঃখপ্রকাশ করেছেন বটে। কিন্তু ভেবে দেখুন, গতানুগতিক টিকটক ভিডিয়োর ধরনটা কিন্তু একেবারে আলাদা। সেখানে পুরুষ-নারী নির্বিশেষে চড়া মেকাপে কোথাও যেন লুকিয়ে পড়ে প্রতিভা। আর সভ্যতা ও আধুনিকতাকে চড় কষিয়ে অমলিন নোংরা পোশাকের আবরন থেকেই বেরিয়ে আসে একটুকরো প্রতিভা। দারিদ্র্যতার কাছে মাথা নোয়ায় আভিজাত্য।
Let’s smile. ? pic.twitter.com/cxnn9nfw15
— .t ? (@panther_speaks) June 1, 2020
সোশ্যাল মিডিয়া আজ শুধুই একটা মাধ্যম নয়, এটি একটি দর্পণ। এখানে সত্যিকারের প্রতিভাকেই কদর দেয় মানুষ। ভিডিও চলে যায় ভাইরালের খাতায়।