ভাইরাল ভিডিও : পা নেই, ক্রাচে ভর দিয়েই চাষ করছে কৃষক

কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, তার জন্য ইচ্ছের প্রয়োজন হয়। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা আমাদের থেকে একটু আলাদা। শারীরিকভাবে অক্ষম হওয়া সত্তেও এরকম অনেক মানুষ এমন কাজ…

Avatar

কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, তার জন্য ইচ্ছের প্রয়োজন হয়। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা আমাদের থেকে একটু আলাদা। শারীরিকভাবে অক্ষম হওয়া সত্তেও এরকম অনেক মানুষ এমন কাজ করেন যা আমাদের কাছে অনুপ্রেরণাসম। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত এই ভিডিওটি ২০ ঘণ্টার মধ্যেই প্রায় তিন লাখ ৩২ হাজার বার দেখা হয়েছে।

“মধু মিথা, আইএফএস”  নামে এক টুইটারে হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক কৃষকের একটি পা নেই, কিন্তু তবুও সে বাকিদের মতন চাষের জমির কাজ করে চলেছেন। হাঁটুর নীচ থেকে ডান পায়ের অংশটি নেই ওই কৃষকের। তবুও তিনি কোদাল চালাচ্ছেন। ডান দিকে ক্র্যাচ নিয়ে করছেন চাষের কাজে। দুই হাতে ধরে কোদাল চালাচ্ছেন।

আপাতত এই ভিডিও আমাদের প্রত্যেকের মনে দাগ কেটেছে। ভিডিওতে দেখা গিয়েছে ক্র্যাচটিকে ডান পায়ের সঙ্গে আটকে নিয়ে সেটাকেই পায়ের মতো ব্যবহার করে তার উপর ভর দিয়ে কোদাল চালিয়ে যাচ্ছেন তিনি।

 

About Author