দেশনিউজ

কেন্দ্রের তিন অর্ডিন্যান্সের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন কৃষকদের

Advertisement

নয়াদিল্লি: পঞ্জাব, হরিয়ানা চ্ছেড়ে কৃষি আন্দোলন এবার পৌঁছে গেছে উত্তরপ্রদেশেও৷ কেন্দ্রের অর্ডিন্যান্স পাশ হওয়া মাত্রই কৃষিব্যবস্থা কর্পোরেটদের হাতে চলে যাবে৷ এই প্রতিবাদেই লক্ষ লক্ষ কৃষক এবার রাস্তায় নেমে পড়ছেন৷ প্রসঙ্গত, কেন্দ্র সংসদে বাদল অধিবেশনে কৃষিক্ষেত্রে তিনটি অর্ডিন্যান্স পাশ করতে পারে৷

প্রধানমন্ত্রী দফতর থেকে জুনের শুরুতে একটি নোটিশে জানানো হয়, এই তিন অর্ডিন্যান্সের ফলে কৃষকরা তাঁদের ফসলের উত্‍পাদন, বণ্টন ও দাম নির্ধারনে স্বাধীনতা পাবেন৷ অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) অর্ডিন্যান্স, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স ও ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন) অর্ডিন্যান্স৷

এই তিনটি অর্ডিন্যান্স অনুযায়ী কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে বলে মত কেন্দ্রের। বেসরকারি বা বিদেশি পুঁজিপতিদের হেনস্থা থেকে রেহাই পাওয়ার পাশাপাশি কোল্ড স্টোরেজে বিনিয়োগ বাড়বে ও ফুড সাপ্লাই চেনে আধুনিকতা আসবে বলে জানিয়েছে মোদি  সরকার কিন্তু তা মানতে নারাজ কৃষকপক্ষ৷

Related Articles

Back to top button