দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পিএম কিষানের ৬০০০ টাকার সঙ্গে আরও ৫০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত, মন্ত্রী জানালেন পুরো প্ল্যান

প্রতি বছরে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ পিএম কিষাণ সম্মান নিধির ৬০০০ টাকার অতিরিক্ত।

Advertisement

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রীয় সরকার বছরে ৬ হাজার টাকা দিলেও ঝাড়খণ্ডের কৃষকদের জন্য এখন সুখবর। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের পাঁচ একর পর্যন্ত একর প্রতি বছরে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থ পিএম কিষাণ সম্মান নিধির ৬০০০ টাকার অতিরিক্ত। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে কৃষকরা বছরে মোট ১১ হাজার টাকা পাবেন।

কী বলেছেন মন্ত্রী?

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ঝাড়খণ্ডের পূর্বতন বিজেপি সরকার পাঁচ একর পর্যন্ত কৃষকদের একর প্রতি ৫,০০০ টাকা দিত, কিন্তু জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার ২০১৯ সালে ক্ষমতায় আসার পরে এটি বন্ধ করে দেয়। চৌহান বলেন, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় ফিরলে এই প্রকল্পটি পুনরুদ্ধার করা হবে এবং কৃষকরা কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রের দেওয়া ৬,০০০ টাকা ছাড়াও একর প্রতি ৫,০০০ টাকা পাবেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আমরা কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ৩১০০ টাকা দরে ধান কিনব।’ চলতি বছরের শেষের দিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন।

কবে আসবে ১৮তম কিস্তি?

এদিকে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮ তম কিস্তির অপেক্ষায় থাকা দেশজুড়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ অক্টোবর সুবিধাভোগী কৃষকদের অর্থ হস্তান্তর করবেন। কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত ১৭ কিস্তিতে ১১ কোটিরও বেশি কৃষককে ৩.২৪ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে।

পিএম-কিষাণ প্রকল্প সম্পর্কে কিছু তথ্য

এটি একটি কেন্দ্রীয় প্রকল্প। যা জমির মালিক কৃষকদের আর্থিক চাহিদা মেটাতে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে প্রতি বছর ৬০০০ টাকা তিনটি সমান কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কিস্তিতে দেওয়া হয়।

Related Articles

Back to top button