কৃষকরা এবারে আরো ধনী হবেন, কিস্তির পরিমাণ হাজার হাজার টাকা বাড়বে, বড় ঘোষণা সরকারের
এই নতুন প্রকল্প আপনি গ্রহণ করতেই পারেন যদি আপনার কাছে জমি থাকে
আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে। এরই মধ্যে আলোচনা চলছে যে, সরকার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কিস্তির পরিমাণ বাড়াতে পারে। বর্তমানে এই প্রকল্পের অধীনে প্রতি কিস্তিতে ২ হাজার টাকা দেওয়া হয়। সরকার এই টাকা দ্বিগুণ করে ৪ হাজার টাকা করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। যদি সরকার এই সিদ্ধান্ত নেয়, তাহলে প্রতি বছর কৃষকদের প্রতি কিস্তিতে ৬ হাজার টাকার পরিবর্তে ১২ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ১৪ কোটি কৃষক রয়েছেন। ফলে সরকারের এই সিদ্ধান্ত কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো, আগামী বছরের লোকসভা নির্বাচন। সরকার চায় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সমর্থন ধরে রাখতে। এছাড়াও, সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি করতে চায়। করোনা মহামারীর কারণে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে তাদের কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ হবে। কৃষকদের জন্য কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করেন, এই সিদ্ধান্ত কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি ফেব্রুয়ারি মাসের আগেই দেওয়া হতে পারে। এর জন্য কৃষকদের অবশ্যই ই-কেওয়াইসি এবং ভূমি যাচাইকরণ সম্পন্ন করতে হবে।