Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রতিমাসে ৩ হাজার টাকা করে পেনশন দেবে কেন্দ্রীয় সরকার, কৃষকদের করতে হবে এই কাজ

Updated :  Wednesday, November 9, 2022 10:25 AM

সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প প্রায় প্রতিনিয়ত নিয়ে আসছে। সেটা নির্বাচনী চমক হোক কি পার্টি প্রোপাগান্ডা, আখেরে সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় গোটা দেশজুড়ে মোদি সরকারের তত্ত্বাবধানে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ নিধি ইত্যাদি প্রকল্প। এতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর উপযোগীরা টাকাও পাচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রের তরফে দেওয়া হবে। এই প্রকল্পে ৬ হাজার টাকা দেওয়া হবে প্রতি বছর। ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে কৃষকদের।

কৃষকদের খারাপ অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসে। এই প্রকল্পগুলির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী মানধন যোজনা। এতে বয়স্ক কৃষকদের পেনশন দেওয়া হয়। এই যোজনার বিশেষ বিষয় হল এই স্কিমে রেজিস্ট্রেশনের জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে না। আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে নিবন্ধন করার সাথে সাথে পিএম কিষাণ মানধন নিজেও নিবন্ধিত হয়ে যায়। এই প্রকল্পের অধীনে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ কৃষকদের প্রতি মাসে পেনশন হিসাবে ৩ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ বছরে ৩৬ হাজার টাকা।

কিন্তু এই পেনশন পেতে প্রিমিয়াম কত দিতে হবে? জানা গিয়েছে আপনাকে কৃষাণ সম্মান নীধি ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অব্দি প্রিমিয়াম দিতে হবে। ৬০ বছর বয়স হয়ে গেলে সেই প্রিমিয়াম কাটা বন্ধ হয়ে যাবে। তারপর বয়স্ক কৃষকরা প্রতিমাসে পেয়ে যাবেন ৩ হাজার টাকা করে পেনশন।