Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলার কৃষকরা পাবেন কিষান সম্মান নিধির প্রথম কিস্তির টাকা, জানুন কবে ঢুকবে অ্যাকাউন্টে

Updated :  Thursday, May 13, 2021 9:56 PM

বেশ কয়েকদিন ধরে চলছিল টানাপোড়েন, অবশেষে রাজ্যের কৃষকরা কৃষক সম্মান নিধি যোজনা টাকা পেতে চলেছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ঈদের দিন রাজ্যের ৭ লাখ কৃষক এই যোজনার অন্তর্গত ২,০০০ টাকা করে পেতে চলেছেন বলে খবর। একসঙ্গে ৯ কোটি কৃষককে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যে টানাপোড়েনের মধ্যে রাজ্য সরকার এই প্রকল্পে অন্তর্ভুক্ত ৭ লক্ষ্য কৃষকের ব্যাংক একাউন্ট ভেরিফাই করতে পেরেছে।

জানিয়ে রাখি রাজ্য সরকারের অসহযোগিতা সত্বেও বাংলার ৩০ লক্ষ কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছিলেন। তাদের মধ্যেই ৭ লক্ষ কৃষকের ব্যাংক একাউন্টে আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রথম কিস্তির টাকা। কৃষকদের কৃষক সম্মান নিধি দেওয়ার জন্য আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সেই চিঠিতে তদ্বির করে টাকা পাঠাতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।

রাজ্যের কৃষকদের কাছে ১০,০০০ কোটি টাকা করে কৃষক সম্মান নিধি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। তারা জানিয়েছিল কেন্দ্র ৬,০০০ টাকা তো দেবেই, তার সঙ্গেই আরো ৪,০০০ টাকা দেবে বিজেপি। এছাড়াও বকেয়া ১৮,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু সেই টাকা আর ফিরে পাওয়ার কোনো আশা নেই কৃষকদের।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল কৃষক সম্মান নিধি যোজনার ১৯,০০০ কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করবেন। বেলা ১১ টা নাগাদ এই টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে বলেও জানানো হয়েছে। ফোনে টেক্সট মেসেজ এর মাধ্যমে এই বার্তা পাওয়া যাবে।