Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Fatima Sana Shaikh: আমির খানের জামাই নুপুরের সঙ্গে নাচলেন ফাতিমা সানা শেখ, ভাইরাল সেই নাচের ছবি

Updated :  Friday, November 25, 2022 11:14 PM

‘দঙ্গল’ ছবির মাধ্যমেই দর্শকমহলে এক বিপুল পরিচিতি পেয়েছেন ফাতিমা সানা শেখ। ছবিতে আমির খানের মেয়ে হিসেবেই দেখা গিয়েছিল তাকে। এই ছবিতে অভিনয় করার পর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা কাজ আসতে থাকে তার কাছে। নিঃসন্দেহে তিনি একজন দক্ষ অভিনেত্রী। মাঝে আমির খানের সাথেও নাম জড়িয়েছিল তার। তবে সেই গুঞ্জন রীতিমতো উড়িয়ে দিয়েছেন এই দুই তারকাই।

তবে এবার আমির কন্যার এনগেজমেন্টে দেখা মিলল তার। গোটা অনুষ্ঠানে চুটিয়ে মজা করেছেন তিনি। সম্প্রতি নুপুর ও ইরার এনগেজমেন্টে কাটানো একাধিক অদেখা ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেন অভিনেত্রী। এদিন নুপুর ও ইরার সাথেও একাধিক ছবি তুলেছেন তিনি। নেচেছেনও চুটিয়ে। বলাই বাহুল্য, এদিন সকলের মাঝে থেকেও নজর কেড়েছেন অভিনেত্রী। এনগেজমেন্টে অভিনেত্রীকে খোলা চুলে, হালকা মেকাপে অফহোয়াইট প্লাজো ও ব্যাকলেস স্টাইলিশ টপে দেখা গিয়েছে। মানানসই জুতোর পাশাপাশি পরেছিলেন মানানসই অলংকারও। তার শেয়ার করে নেওয়া ছবিতেই সেই ঝলক মিলবে। আপাতত সেই সূত্র ধরেই মিডিয়ার চর্চার আলোয় ফাতিমা সানা শেখ।

আগেই নিজের দীর্ঘদিনের প্রেমিক নুপুর শিখরের সাথে নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছিলেন ইরা। তবে এবার গত শুক্রবার, ১৮’ই নভেম্বর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আংটি বদল করলেন তারা। তাদের চোখে মুখে একে অপরকে পাওয়ার উচ্ছ্বাস ছিল স্পষ্ট। আংটি বদল শেষেই সকলের সামনে একে অপরকে চুম্বন করতেও দেখা গিয়েছিল তাদের। উল্লেখ্য, এদিন হালকা মেকাপে লাল রঙের অফশোল্ডার লং গাউনে ছিলেন ইরা। অন্যদিকে নুপুর সাদা শার্ট ও কালো ব্লেজারে ছিলেন।

সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের প্রায়ই একসাথে দেখা মেলে। থেকে থেকেই একে অপরের প্রতি ভালোবাসা জাহির করেন তারা। এক বছর আগে নিজেদের সম্পর্কের কথা অফিসিয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন সকলকে। কয়েকদিন আগে দু’বছরের মাথায় ছবি শেয়ার করে একে অপরের প্রতি ভালোবাসাও জাহির করেছিলেন তারা। বলাই বাহুল্য, খুব শীঘ্রই সাতপাকেও ঘুরবেন এই জুটি।

ইরার বাবা-মা আমির খান ও রিনা দত্তের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতার দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও’ও। এছাড়াও ইমরান খানের পাশাপাশি দেখা মিলেছে আশুতোষ গোয়ারিকরেরও। এই মুহূর্তে মিডিয়ার পাতায় আমির কন্যার এনগেজমেন্টের একাধিক ঝলক ভাইরাল রয়েছে। আপাতত সেই সূত্র ধরেই চর্চা তুঙ্গে।