ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending News

নিজের নামে নয় বরং FD করুন স্ত্রীর নামে, মিলবে অবিশ্বাস্য সুবিধা

যখন কোন ব্যক্তি ফিক্সড ডিপোজিট করেন এবং নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার পর টাকা রিটার্ন পান, সেই সময় মোট সুদের উপর আয়কর প্রদান করতে হয় ওই ব্যক্তিকে।

Advertisement

বর্তমানে বেশিরভাগ ভারতীয়রা নিজের ভবিষ্যৎ জীবন সুরক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বার্ষিক প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। জীবন বীমা কিংবা মিউচুয়াল ফান্ডের মত লাভজনক প্রতিষ্ঠানে কয়েক বছরের জন্য বিনিয়োগ করে থাকেন অনেকেই। তবে ভারতীয় বাজারে নানা ধরনের লাভজনক বিনিয়োগ ব্যবস্থা থাকলেও আজকের দিনেও একাধিক মানুষ ফিক্সড ডিপোজিটের ওপর ভরসা করেন। এটিকে লাভজনক বিনিয়োগ মনে করে নিশ্চিন্তে কয়েক বছরের জন্য নিজের গচ্ছিত অর্থ বিনিয়োগ করেন অনেকেই। যেখান থেকে নির্দিষ্ট সময় পরে মোটা অংকের টাকা রিটার্ন পান বিনিয়োগকারীরা।

যদি ফিক্সড ডিপোজিটের কথা বলি, তবে বেশিরভাগ মানুষ সরকারি ব্যাংক কিংবা পোস্ট অফিসের ওপর ভরসা করে থাকেন। অবসর জীবনের সুরক্ষার্থে এই সমস্ত সংস্থায় মোটা টাকা বিনিয়োগ করেন অনেকেই। তবে বেশিরভাগ বিনিয়োগকারীরা জানেন না, কয়েকটি সহজ নিয়ম মানলে অধিক টাকা রিটার্ন পেতে পারেন তারা। আজ্ঞে হ্যাঁ, ফিক্সড ডিপোজিট করার সময় কয়েকটি সহজ শর্ত মেনে চললেই অধিক টাকা রিটার্ন পাবেন তারা।

যখন কোন ব্যক্তি ফিক্সড ডিপোজিট করেন এবং নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার পর টাকা রিটার্ন পান, সেই সময় মোট সুদের উপর আয়কর প্রদান করতে হয় ওই ব্যক্তিকে। অর্থাৎ, নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত অর্থের উপর TDS প্রদান করতে হয় বিনিয়োগকারীকে। যেখানে একটি বড় অংশের টাকা সরকারি খাতে জমা দিয়ে প্রাপ্ত টাকা রিটার্ন পান বিনিয়োগকারীরা। তবে কয়েকটি সহজ শর্ত মেনে চললেই এই আয়করের হাত থেকে মুক্তি পেতে পারেন বিনিয়োগকারীরা। এর জন্য বিনিয়োগকারীকে নিজের স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে হবে। নিজের নামের পরিবর্তে স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করলে বিশাল অংকের এই ট্যাক্স থেকে মুক্তি পেতে পারেন বিনিয়োগকারীরা।

Related Articles

Back to top button