Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হু হু করে নামছে পারদ, আজ থেকে শুরু রাজ্যের শীতের আমেজ, নিম্নচাপের কারণে হবে বৃষ্টিও

Updated :  Saturday, November 12, 2022 3:36 PM

যারা শীত পছন্দ করেন তাদের জন্য এবার দারুন খবর। আজ শনিবার থেকে এই রাজ্যে পারদ পতনের শুরু হয়ে গিয়েছে এবং রবিবার থেকে কলকাতাবাসী শীতের আমেজ অনুভব করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে সপ্তাহের শেষ দিকটা শীতের আমেজে কাটবে কলকাতাবাসীর। এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে সময় আর বেশি দেরি নেই। আলমারি থেকে সময় হয়ে গিয়েছে হালকা চাদর এবং সোয়েটার নামানোর। শীতের পরশ মেখে সপ্তাহান্তে ঘুরে আসতে পারেন কোন বিনোদন পার্ক অথবা বিরলা প্ল্যানেটোরিয়াম থেকে।

হালকা শীতের ছোট্ট স্পেল পশ্চিমের বিভিন্ন জেলাতে পড়বে। বিহার এবং ঝাড়খন্ড লাগোয়া বেশ কিছু জেলাতে দ্রুত নামতে শুরু করবে পারদ। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু জেলায়। রবিবার থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে কলকাতার পারদ এবং আগামী টানা চার পাঁচ দিন কুড়ি ডিগ্রীর নিচে থাকবে কলকাতা তাপমাত্রা। মাসে দু-এক দিন আঠারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে কলকাতায়, তবে বেলা বাড়লে এই আমেজ উধাও হবে। আজ সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা কুয়াশার আবহাওয়া ছিল। রবিবার পরিষ্কার থাকবে আকাশ ফলের রাতের তাপমাত্রা আজকের থেকেও থাকবে কম।

আজ কাল থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতে না যেতেই উত্তর-পশ্চিমের শীতল এবং শুষ্ক আবহাওয়া রাজ্যে প্রবেশ করেছে। বিহার এবং ঝাড়খণ্ডের দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে জেলাগুলিতে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামবে। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তর দিনাজপুর এবং মালদহের কিছু অঞ্চলে শীতের একটা আমেজ থাকতে পারে।

আজ সকালে বেশ কিছু জেলায় তাপমাত্রা এবং জলীয় বাষ্পের কারণে কুয়াশা এবং শিশিরের দেখা মিলেছে। উত্তর পশ্চিমের হাওয়াতে তাপমাত্রা কমতে শুরু করবে আজ থেকেই। কোথাও ২ ডিগ্রী সেলসিয়াস আবার কোথাও ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে, রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্যদিকে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। ১৬ নভেম্বর বুধবার এই নিম্নচাপ হতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে। ফলে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।