Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চিকিৎসায় সাড়া দিচ্ছেন, আজ হবে করোনা টেস্ট

Updated :  Wednesday, October 14, 2020 3:26 PM

বিগত কয়েকদিন ধরেই ফেলুদাকে নিয়ে চরম টানাপড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বাঙালী। শুধু বাঙালী বললে ভুল হবে। বাংলা সিনেমায় যার অনেক অবদান, তাঁর শরীর যদি ভালো না থাকে তবে চিন্তার ভাঁজ কপালে আসবেই। এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর, কালই খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট এবং এখনও পর্যন্ত দু’বার প্লাজমা থেরাপি হয়েছে তাঁর।

গতকাল জ্বর এসেছিল্‌, তাই আজ ফের করোনা টেস্ট হবে এই কিংবদন্তী অভিনেতার। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিস্থিতি এখনও অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলে জানিয়েছেন চিকিৎসক মণ্ডলী।

এখনও পর্যন্ত তাঁকে যা যা ওষুধ দেওয়া হচ্ছিল, তা অপরিবর্তিত রয়েছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা। বেল্ভিউ কর্তৃপক্ষ প্রতিদিন করে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেন। বুধবারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী সৌমিত্রর পালস রেট- ১৩৩ প্রতি সেকেন্ড, অক্সিজেন স্যাচুরেশন- ৯৩ শতাংশ। ব্লাড প্রেসার- ১৮১/৯৭, রেসপিরেটরি রেট- ৩৪। সেখানকার চিকিৎসকদের মতে, মস্তিষ্কের প্রদাহ নিয়ন্ত্রণ করতে পারলেই দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হবে।