বাঙালি মানেই রহস্য উদঘাটন করতে বেশ ভালোবাসে। বাঙালির প্রিয় দুই গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ আর ফেলুদা। এই ফেলুদা কবে ওয়েবের পর্দায় আসবে এই নিয়ে সাধারাণ মানুষের মনে বিস্তর প্রশ্ন। গত ১ বছর ধরে সকলের প্রিয় ফেলুদার দেখা নেই। ফেলুদার আসা নিয়ে অনেকের নানান প্রশ্ন। এই প্রশ্ন নেটমাধ্যমে প্রায়ই শুনতে হয়েছে ফেলুদা ওরফে টোটা রায়চৌধুরীকে।
ওয়েবের পর্দায় কবে আসছে ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ এই প্রশ্ন সকলের। তবে এই লকডাউনে এক কেস সলভড করলেন টোটা রায়চৌধুরী । তিনি নিজের সকল অনুগামীদের উদ্দেশ্যে ট্যুইটারে টুইট করে জানান, আগামী ডিসেম্বরেই ‘আড্ডা টাইমস’ প্ল্যাটফর্মে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজের নতুন পর্বগুলি।
পাশাপাশি দর্শকদের একটু ধৈর্য ধরার অনুরোধও করেন। জানান, তিনি নিজেও এখনও পর্যন্ত নতুন পর্বগুলি দেখেননি। শুধু ডাবিং এর সময়ে নিজের অভিনীত পর্বগুলি দেখেছেন। তবে তিনি ও সকলের মতো অপেক্ষা করছেন পুরো সিরিজটি দেখার জন্য। তাহলে আর কটা মাস অপেক্ষার যত কান্ড কাঠমান্ডুর। পাশাপাশি দর্শকদের জন্য ‘ছিন্নমস্তার অভিশাপ’ পর্বের একটি স্টিল ছবি শেয়ার করেন টলিউড তারকা। গত নভেম্বর মাসেই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ পর্বের একটি ট্রেলার প্রকাশ্যে এসেছিল। আর ট্রেলার দেখেই আগ্রহী হয়ে পড়ে সকলে।
উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজের ‘ছিন্নমস্তার অভিশাপ’ গত বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছিল। ওয়েব দুনিয়ার প্রথমবারপ্রদোষচন্দ্র মিত্র ওরফে সকলের প্রিয় ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টোটা। আর প্রথমবারের অভিনয়তে বাজিমাত করেছেন। তোপসের চরিত্রে অভিনয় করেছেন কল্পন মিত্র আর জটায়ু হয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। সকলের অভিনয় নেসজ প্রশংসনীয় ছিল। এই জন্য এখনো গোয়েন্দা প্রেমী দর্শক কাঠমাণ্ডু সফরের জনু অধীর আগ্রহী। এখন সকলে ডিসেম্বর মাস আসার জন্য দিন গুনছে।