Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পনেরো হাজার টাকায় বেঁচে দিলে নিজের শিশুকে, মা সহ বেশ কয়েক জন আটক

Updated :  Thursday, November 21, 2019 1:50 PM

মাত্র ১৫,০০০ টাকার বিনিময়ে কুড়ি দিনের শিশুকে বিক্রি করলেন মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। মা সহ বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে বাচ্চাটিকে বিক্রি করা হয়েছে এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বারুইপুরের মাধব পুরের বাসিন্দা তাপস নস্কর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন কুড়ি দিনের একটি শিশুকে বিক্রি করেছে তার মা মায়ের নাম পূজা সর্দার। মা সহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে শিশুকন্যাটিকে।

কোন নারীকে বিক্রি করা হয়েছে উজ্জ্বল বাছার নামে এক ব্যক্তির মারফত। বাসন্তীর বিশ্বদেব সর্দার ও শর্মিষ্ঠা সর্দার বাচ্চাটিকে কিনেছিলেন।

তবে বাচ্চাটি কন্যাসন্তান বলে কি তাকে বিক্রি করে দেওয়া হলো? না অভাবের তাড়নায় এমন কাজ করতে বাধ্য হয়েছে বাচ্চাটির মা। এই বিষয়ে এখনো সঠিকভাবে জানা যায়নি। পুলিশ তদন্তে নেমেছেন। তবে বাচ্চাটির ঠাকুমা বিষয়টি সবটাই জানেন।