Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দমদম বিমানবন্দর থেকে উড়ল যুদ্ধবিমান, আকাশে চলল তুমুল লড়াই!

Updated :  Thursday, October 17, 2019 6:40 PM

কলকাতা বিমানবন্দর থেকে একর পর এক আকাশে উড়ল ভারতীয় বাযুসেনার যুদ্ধবিমান। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে যুদ্ধ পরিস্থিতির মহড়া চালানো হয়েছে। কলকাতার আকাশে এই যুদ্ধের মহড়া চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এতে দেখা গেছে, এক ভারতীয় যুদ্ধবিমান তাড়া করছে আর এক যুদ্ধবিমানকে। তাও আবার একেবারে ব্যস্ত সময়।

যেকোন পরিস্থিতিতে শত্রুদের মোকাবিলা কতটা করা সম্ভব, সেটা দেখতেই এই মহড়া চলে। বুধবারই কলকাতায় তিনটি যুদ্ধবিমান আনা হয়। তারপর এই বিমানগুলো আজ সকালে দমদম এয়ারপোর্ট থেকে ওড়ে।

এয়ার ফোর্সের ‘ইস্টার্ন এয়ার কমান্ড’ এই মহড়া চালাচ্ছে একাধিক অঞ্চলে বায়ুসেনার এক আধিকারিক জানান, প্রয়োজনে যাতে অসামরিক বিমানবন্দর সামরিক কাজে ব্যবহার করা যায়, তার জন্য মহড়া দিচ্ছে বায়ুসেনা।

এই রাজ্যের দু’টি বিমানবন্দর দমদম ও অন্ডালকে সামরিক কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে অরুণাচল প্রদেশ এর ডিমাপুর,পাসিহাট, মনিপুর এর ইম্ফল, অসম এর গুয়াহাটি বিমানবন্দরে এই মহড়া চালানো হচ্ছে। মূলত অত্যাধুনিক সুখোই-৩০ এমকেআই ও হক-১৩২ যুদ্ধিবমান এই মহড়ায় অংশগ্রহণ করছে।