Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জঙ্গলের অধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বিষধর সাপ ও শকুনের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

শকুন অসাধারণ শিকার ধরতে পারে। অনেক উঁচু থেকে এরা মাটিতে তাদের শিকারকে লক্ষ্য করতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাটির মধ্যে চলে যাচ্ছে একটি সাপ। আর দূর থেকে এটি শকুন সেটা…

Avatar

শকুন অসাধারণ শিকার ধরতে পারে। অনেক উঁচু থেকে এরা মাটিতে তাদের শিকারকে লক্ষ্য করতে পারে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাটির মধ্যে চলে যাচ্ছে একটি সাপ। আর দূর থেকে এটি শকুন সেটা লক্ষ্য করেই সাপটির কাছে এসে সাপটিকে পর্যদুস্ত করার চেষ্টা করছে। কিন্তু সাপ যথেষ্ট ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি। তবে এই সব ঠিক কতটা বিষধর তা জানা যায়নি। কিন্তু শকুনের সঙ্গে সমানে লড়াই করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে এ সাপটি। টিঁকে থাকতে গেলে এই যে লড়াই করে বেঁচে থাকতে হয়। তাই এই দুটি প্রাণীর দুজনেই জানে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি প্রাণীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শকুন তার ধারালো ঠোঁটের সাহায্যে বারবার আঘাত করছে সাপকে। দূরে আরেকটি সুকুন দাঁড়িয়ে আছে সে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হতে চাইছে না তাকে দেখেই বোঝা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অবশেষে হার স্বীকার করতে হয়েছে সাপকে। কিন্তু দূর থেকে যতটুকু দেখে মনে হচ্ছে সে তার শরীরকে বাকিয়ে বাকিয়ে বারবার শকুনকে ভয় দেখানোর চেষ্টা করছে। এক্ষেত্রে শকুন অনেক বেশি শক্তিশালী। অন্তত ভিডিওটি তো তাই প্রমাণ করছে। অবশেষে শকুনের জয় হল।

About Author