আগামী ৩১ আগস্ট শনিবার বের হচ্ছে জাতীয় নাগরিকপঞ্জির চুড়ান্ত তালিকা। তার জেরেই চিন্তার ভাঁজ অসমের লক্ষ লক্ষ মানুষের। জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে এক মুহূর্তে দেশহীন নাগরিক বলে চিহ্নিত হয়ে যাবেন। কিন্তু অনেক মানুষের নাম বাদ পড়েছে, যারা অনেক সময় ধরে অসমে বসবাস করেন। শুধু অসম নয়, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা ইত্যাদি জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছেন তারাও এনআরসি জুড়ে উদ্বিঘ্ন। এনআরসি তালিকায় নাম ওঠেনি সীমান্তরক্ষী জওয়ানের, সেনা অফিসারের। পশ্চিমবঙ্গ সরকার অসমবাসী বাংলাভাষীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকার। ৩১ তারিখ এনআরসি চূড়ান্ত তালিকা নিয়ে তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল উদ্বিগ্ন। সিপিএম ও কংগ্রেস এই প্রাতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে।