ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

Indian Railways: অবশেষে ৩২ হাজার গ্রুপ D পদে নিয়োগ শুরু, মাত্র ১০ম পাশেই সুযোগ – প্রকাশিত হল বিজ্ঞপ্তি

Advertisement

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর! সম্প্রতি **ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে মোট ৩২,৪৩৮টি শূন্য পদ পূরণ করা হবে। বিশেষভাবে উল্লেখ্য, পূর্বে এই পদের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই বাধ্যতামূলক ছিল। তবে বর্তমানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে। ফলে যারা আইটিআই কোর্স করেননি, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:

পদের নাম:

গ্রুপ ডি পদ (পদগুলির নাম ও জোনভিত্তিক বিস্তারিত শীঘ্রই প্রকাশিত হবে)

বয়সসীমা:

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
পূর্বে বয়সসীমা সর্বোচ্চ ৩৩ বছর ছিল, তবে দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় তা বাড়িয়ে **৩ বছর বেশি** করা হয়েছে।

বেতন:

কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী Level-1 স্কেলের বেতন প্রদান করা হবে।
প্রাথমিক বেতন ১৮,০০০ টাকা থেকে শুরু হবে।
– এছাড়াও বিভিন্ন ভাতা এবং কেন্দ্রীয় সরকারি চাকরির অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

1. আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
2. ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।
3. রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রদান করতে হবে।
4. সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে জমা দিলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে।

নিয়োগ প্রক্রিয়া:

1. প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক টেস্ট (CBT)এর মাধ্যমে লিখিত পরীক্ষা দিতে হবে।
2. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট (শারীরিক সক্ষমতা পরীক্ষা) নেওয়া হবে।
3. এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

মাধ্যমিক পাশেই সুযোগ:

আগে গ্রুপ ডি পদের জন্য আইটিআই বাধ্যতামূলক ছিল। তবে বর্তমানে শুধুমাত্র **মাধ্যমিক পাস প্রার্থীরাই আবেদন করতে পারবেন**। তাই যারা আইটিআই সম্পূর্ণ না করার কারণে আগে আবেদন করতে পারেননি, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

আবেদনকারীকে যা মনে রাখতে হবে:

আবেদনপত্র জমার আগে সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে নিতে হবে।
আবেদন চলাকালীন বৈধ পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে।
– ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে।

চাকরিপ্রার্থীরা ভারতীয় রেলের গ্রুপ ডি পদে আবেদন করে সরকারি চাকরির সুযোগ নিতে পারেন। আবেদন শুরু হলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। **সময় নষ্ট না করে দ্রুত আবেদন করার প্রস্তুতি শুরু করুন!**

Related Articles

Back to top button