কৌশিক পোল্ল্যে: এমনিতে এই দুই অভিনেত্রীর মধ্যে বনিবনা তেমন নেই। কোনো বিশেষ অনুষ্ঠানে দেখা হলেও একে অপরকে এড়িয়ে চলাই এনারা শ্রেয় মনে করেন। এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত 2014 সালের একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামকে কেন্দ্র করে।
তবে সদ্যই সেই আগুনে কিছুটা হলেও আঁচ গলেছে। কঙ্গনা নিজে থেকে দীপিকাসহ মেঘনা গুলজারকে ধন্যবাদ জানালেন ছপাকের মতো সিনেমা বানানোর জন্য। ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে টিম ছপাকের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন : বয়কট করা গেল না সিনেমা, ছপাকের স্ক্রিনিংয়ে রনবীরকে প্রকাশ্যে চুম্বন দীপিকার
কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেলও একজন অ্যাসিডাক্রান্ত মহিলা। ভিডিয়োতে কঙ্গনা সেই ভয়ঙ্কর দুর্ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরেছেন। তিনি এও বলেন কীভাবে সমাজের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে তাদের পুরো পরিবার সেই কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে এসেছেন।
ছপাকের গল্প অ্যাসিডাক্রান্ত মেয়েদের যন্ত্রনায় কথাই তুলে ধরে এবং যা জনসমক্ষে প্রকাশ্যে আনা উচিৎ এমনটাই মনে করেন কঙ্গনা।
আরও পড়ুন : ফুরফুরে মেজাজে কৌশানি, পোস্ট করলেন এই ছবি
বলিউডে বিতর্কের প্রতি কোনোরকম তোয়াক্কা না করেই কঙ্গনার মতো অভিনেত্রী যখন নিজে থেকে দীপিকার দিকে মৈত্রীর হাত বাড়াচ্ছেন তখন আগামীতে দীপিকা-কঙ্গনা সম্পর্কের উন্নতির সম্ভাবনা বেশ প্রবল হল একথা বলাই যায়।
কঙ্গনার সেই ভিডিওটি একবার দেখে নিন।