Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবশেষে বিজেপি ছাড়ছে না শোভন-বৈশাখী!

Updated :  Wednesday, September 4, 2019 9:18 AM

শুভব্রত সরকার: নাটকীয় রঙ্গের পর অবশেষে গেরুয়া শিবিরেই থাকছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী, এমনটাই জানালেন মুকুল রায়। গত দুই সপ্তাহ আগেই বান্ধবী বৈশাখী কে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের দাবি ছিল বিজেপিতে যোগদানের পর অনেক ব্যক্তিগত আঘাত তাদের উপরে আসছে। শোভন নিজে না বললেও তোর বান্ধবী বৈশাখী একাধিকবার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছিলেন যে আশা নিয়ে তারা দলবদল করেছিল সে আশা তাদের পূরন হচ্ছিল না।

এছাড়া দেবশ্রী রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়েও শোভনের আপত্তি ছিল। কিন্তু অবশেষে মুকুল রায় তাদের মানভাঞ্জন করেন। সোমবার রাতে মুকুল রায় দিল্লিতে তার বাড়িতে টানা তিন ঘন্টা যাবতৎ শোভন বৈশাখী সঙ্গে কথাবার্তা বলে। এবং এই কথাবার্তায় কাজ সফল হয়েছে‌। এই কথাবার্তার পরে শোভন জানায় তিনি আপাতত দল ত্যাগ করবেন না। এই কথার পর রাজ্য বিজেপি কিছুটা স্বস্তি পেয়েছে।