Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নীরব মোদিকে প্রত্যাবর্তনের জন্য অনুমতি দিল লন্ডন আদালত

Updated :  Thursday, February 25, 2021 6:23 PM

লন্ডন: অবশেষে নীরব মোদি (Nirab Modi) নিয়ে রায় দিল ব্রিটিশ আদালত (London Court)।  দেশে ফিরিয়ে আনা যাবে নীরব মোদিকে (Nirab Modi)। ‌ভারতে প্রত্যর্পণে অনুমতি দিল লন্ডনের একটি আদালত। এদিন বিচারক স্যামুয়েল গুজি (Samuel Guzi) বলেন, ‘‌নাগরিক অধিকারের বিষয়টি মাথায় রেখেই নীরব মোদিকে দেশে ফেরানো সম্ভব।

তাছাড়া এখনও পর্যন্ত সে রকম কোনও প্রমাণ মেলেনি যে ভারতে সঠিক বিচার পাবেন না তিনি।’‌ নীরবকে ভারতে ফেরানো নিয়ে ব্রিটিশ সরকারের কোনও আপত্তি নেই। কারণ তারা ভাবে ভারতে নীরব মোদি সঠিক বিচারই পাবেন।

উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত নীরব মোদি। সিবিআই ও ইডি-র তদন্তে জানা যায়, চুরি করা অর্থের একটা বিরাট অংশ পরিবারের কয়েকজনের অ্যাকাউন্টে রেখে দিয়েছেন নীরব মোদি। গত বছর ব্রিটেনে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।