Today Trending Newsনিউজরাজ্য

বাজেটে তফসিলি জাতি, উপজাতি ও আদিবাসীদদের পেনশনের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী

Advertisement

অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করলেন। তাঁর বাজেটে পিছিয়ে পড়া মানুষদের জন্য নানা প্রকল্প ঘোষণা করা হয়েছে। তফশিলি জাতি ও উপজাতি এবং আদিবাসী প্রবীণদের জন্য নতুন দুটি প্রকল্পের ঘোষনা করলেন তিনি। তার এই ঘোষণায় বহু মানুষের উপকার হবে। তবে এই দুটি প্রকল্প প্রবীণদের জন্য। ২০২১ বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। সোমবার অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেটে তফশিলি জাতির জন্য বন্ধু এবং আদিবাসী ও তফশিলি উপজাতি সম্প্রদায়ের বয়ষ্ক মানুষদের জন্য জয় বাহার প্রকল্পের প্রস্তাব দিয়েছেন।

অর্থমন্ত্রী অমিত মিত্র প্রস্তাব দিয়েছেন রাজ্যের ৬০ বছরের উপর যাদের বয়স,সেইসব তফশিলি জাতির মানুষেরা অবশ্যই যদি তারা অন্য কোনও পেনশন না পায় তাহলে তাঁদের মাসিক এক হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। প্রায় ২১ লক্ষ মানুষ সুবিধা পাবেন এই প্রকল্পে। বাজেটে তফশিলি জাতি ছাড়াও তফশিলি উপজাতি ও আদিবাসী প্রবীণদের জন্যও বাজেটে পেনশনের প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন : ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুত ফ্রীতে দেবে রাজ্য সরকার, বাজেটে বড় ঘোষণা

জয় বাহার প্রকল্পে আদিবাসী ও তফশিলি উপজাতি যাদের বয়স ৬০ বছরের বেশি সেইসব আদিবাসী ও তফশিলি উপজাতির মানুষ যাঁরা অন্য কোনও পেনশন পান না, মাসিক এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন তারা। এই প্রকল্পের দ্বারা উপকৃত মানুষের সংখ্যা প্রায় চার লক্ষ মানুষ। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা খরচ হবে আগামী বছরে। জয় বাহার এবং বন্ধু উভয় প্রকল্পেই মাসিক এক হাজার টাকার পেনশন পাবেন প্রবীণ তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসী মানুষরা।

Related Articles

Back to top button