দেশনিউজ

সাংবাদিক বৈঠকে বিকেল ৪টেয় আর্থিক প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Advertisement

গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন। আজ সেই আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বিকেল চারটেয় সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। আজ সকালে অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে একথা।

মঙ্গলবার জাতির উদ্যেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি করোনা ভাইরাসের প্রভাবে ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। ভারতকে আত্মনির্ভর হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, “সমস্ত আর্থিক প্যাকেজ একসাথে জুড়লে ২০ লক্ষ কোটি টাকা হবে, যা দেশের জিডিপির ১০ শতাংশ। এই আর্থিক প্যাকেজ ভারতকে আত্মনির্ভর হতে সাহায্য করবে।” প্রধানমন্ত্রী আশ্বাস দেন এই আর্থিক প্যাকেজে যেমন লাভবান হবে গরিব মানুষ তেমনই এর সুবিধা পাবেন মধ্যবিত্ত মানুষও। ছোট-মাঝারি শিল্প, কুটির শিল্প, কর্পোরেট জগৎ, মধ্যবিত্ত শ্রেণি সকলেই লাভবান হবেন এই আর্থিক প্যাকেজে।

এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই গতকাল বলেছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই ঘোষণাই আজ করবেন অর্থমন্ত্রী। গত ২৬শে মার্চ প্রথম আর্থিক প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী। ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ তখন ঘোষণা করা হয়। রিজার্ভ ব্যাংক গত ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দফায় ৭.৮ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে, অর্থাৎ দুটি প্যাকেজ মিলে মোট ৯.৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ। অবশিষ্ট ১১.৫ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ আজ ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles

Back to top button