Today Trending Newsদেশনিউজ

মুম্বাই থেকে কত কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ, জেনে নিন

Advertisement

IMD-র বুলেটিন অনুসারে ঘূর্ণিঝড় নিসর্গ এখন আলীবাগের দক্ষিণ-দক্ষিণপশ্চিম ভাগ থেকে ১৬৫ কিলোমিটার দূরে রয়েছে এবং মুম্বাইয়ের দক্ষিণ-দক্ষিণপশ্চিম ভাগ থেকে ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড় আর কয়েক ঘন্টার মধ্যে মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাট উপকূলের দিকে আছড়ে পড়বে। আজ দুপুরের দিকেই এই ঝড়ের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সাইক্লোন নিসর্গ লাইভ আপডেট:

১) বর্তমানে এই ঘূর্ণিঝড় আলীবাগ থেকে ১৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং মুম্বাই থেকে ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর কয়েক ঘন্টার মধ্যে উপকূলবর্তী এলাকা অর্থাৎ কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাটে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

২)মহারাষ্ট্রের  NDRF-র ২০  দলকে উদ্ধারকার্যে নিযুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে মুম্বাইয়ের ৮ টি দল, রায়গড়-র ৫ টি দল, পালঘরের ২ টি দল, থানের ২ টি দল, রত্নগিরি-র ২ টি দল, এবং সিন্ধুদুর্গের ১ টি দল।

৩) NDRF-র দল উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে এসেছেন।

Related Articles

Back to top button