Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর, রাজনৈতিক মহলে বিক্ষোভ

Updated :  Friday, January 31, 2020 10:43 PM

বৃহস্পতিবার পাটুলি মোড় থেকে বিজেপির শ্রমিক সংগঠন অভিনন্দন যাত্রার আয়োজন করে যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সংস্কৃত কলেজের এক ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত NO NRC, NO CAA লেখা পোস্টার নিয়ে প্রতিবাদ করায় বিজেপি সমর্থকরা তাকে গালিগালাজ করে, অকথ্য শব্দ ব্যবহার করে ওই ছাত্রীর উদ্দেশ্যে। পরিস্থিতি উত্তপ্ত হলে সাংবাদিকরা ঘটনাস্থল থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

তবে এদিন পাটুলি থানায় প্রতিবাদী ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জানিয়ে দেন তার সঙ্গে যোগাযোগ নেই কোনো রাজনৈতিক দলের, অসমে এনআরসি প্রভাব দেখে সে এনআরসি বিরোধিতা করছে।

আরও পড়ুন : আগামীকালের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য হতে পারে এই ঘোষণা

ঘটনার পরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বইমেলায় যান এবং সেখানে তিনি ওই ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ বলেন প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে চোদ্দ পুরুষের ভাগ্য ভালো, অন্য কিছু করেনি বিজেপি সমর্থকরা। এরপরেই দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল সরব হয়ে ওঠে। ঠিক কী অর্থে তিনি অন্য কিছু বলেছেন তা জানতে পাল্টা প্রশ্ন করা হয় রাজ্য সভাপতি কে।

তবে ওই ঘটনায় দিলীপ ঘোষ আরো বলেন অনেক সহ্য করলেও আর সহ্য করা হবে না এবং এনঅারসি বিরোধীদের তিনি প্রশ্ন করেন যে তারা কেন বিজেপি কর্মীদের সামনে আসে খবর হওয়ার জন্য না শহীদ হওয়ার জন্য?