একদিকে করোনার জেরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আবার এরই মাঝে অসমের তিনসুকিয়া বাঘজান অয়েল ফিল্ডে ভয়াবহ অগ্নি সংযোগ। জানা গিয়েছে, গত ১৪ দিন ধরে এই গ্যাস লিক হচ্ছে। গত সোমবার গ্যাস লিক কিভাবে হচ্ছে সে বিষয়ে খতিয়ে দেখতে সেখানে হাজির হয় সিঙ্গাপুরের বিশেষজ্ঞের একটি দল। এরপর তাঁরা সবকিছু খতিয়ে দেখেন। এরপর এদিন মঙ্গলবার সেখানে পরিস্থিতি কেমন তা পরীক্ষা করতে গিয়ে ফের সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়ায় যে স্থানীয় বনভূমিতে দাবানল লাগে।
আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানকার গ্রামবাসীদের দ্রুত অন্যত্র নিয়ে যায় অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ। কিছু দুরেই রয়েছে ন্যাশনাল পার্ক। সেখানে ইতিমধ্যেই জানা গিয়েছে, কিছু বন্য প্রাণী মারা গিয়েছে । মারা গিয়েছে ডলফিনও। বহুদূর পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তার ফলে আশেপাশের মানুষদের অন্যত্র নিয়ে গিয়ে অঞ্চলগুলি ফাঁকা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগুনের যেভাবে চারিদিকে ছেয়ে গিয়েছে তাতে তা নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু সময় লাগবে।
জানা গিয়েছে, গুয়াহাটি থেকে ওই তেলের খনি ৫০০ কিমি দূরে অবস্থিত। এদিকে তেলের ওই খনির আশেপাশে অঞ্চল মিলিয়ে প্রায় ৬০০০ মানুষ বসবাস করেন। অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে জানান হয়েছে, পরিবার পিছু ৩০,০০০ টাকা দেওয়া হবে। এদিকে আগুন ছড়িয়ে পড়ার ফলে ক্ষতি হয়েছে অনেকটাই। স্থানীয় বাসিন্দাদের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে জলে ভেসে উঠেছে মৃত ডলফিন। চা বাগানের ক্ষতি হয়েছে যার ফলে চা ব্যবসায়ীরা অভিযোগ জানিয়েছেন। অসমের উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার উপর সম্পূর্ণ নজর রাখছেন। মোতায়েন করা হয়েছে NDRF।