Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গুজরাটের করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ৫

রাজকোট: একে দেশের করোনা পরিস্থিতি যত দিন যাচ্ছে, ততই উদ্বেগজনক হয়ে উঠেছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাওয়ার কারণে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতেও কার্যত আংশিক লকডাউন…

Avatar

রাজকোট: একে দেশের করোনা পরিস্থিতি যত দিন যাচ্ছে, ততই উদ্বেগজনক হয়ে উঠেছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাওয়ার কারণে পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতেও কার্যত আংশিক লকডাউন চলছে। এমন অবস্থায় গুজরাটের করোনা হাসপাতলে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আজ, শুক্রবার ভোররাতে গুজরাতের রাজকোট শহরের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। এই আগুনের লেলিহান শিখায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। মূলত, হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

জানা গিয়েছে, মোদি রাজ্যের রাজকোটের শিবানন্দ হাসপাতালের আইসিইউতে এই আগুন লাগে। সেই সময় আইসিউতে মোট ১১ জন রোগী ছিলেন। আর আইসিইউ ছাড়া সেই সময় হাসপাতালে মোট ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। আইসিইউ থেকে আগুন বের হতে দেখে তড়িঘড়ি দমকলকর্মীদের খবর দেওয়া হয়। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে হাজির হয় দমকলকর্মীরা। তারা এসে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনায় রোগী এবং তাদের পরিবারের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভয়াবহ আগুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকজন রোগী গুরুতরভাবে জখম হয়েছেন। রাজকোটের এই হাসপাতাল থেকে তড়িঘড়ি তাদেরকেও অন্য একটি হাসপাতালে  নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।  সেখানেই আপাতত তারা চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আইসিইউ থেকেই মূলত এই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে দমকল বাহিনী অনুমান করছে শর্ট সার্কিটের ফলেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। তবে বিস্তারিতভাবে জানার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরিকল্পনা চলছে। ঘটনাস্থলে এই মুহূর্ত রয়েছে দমকল বাহিনী এবং পুলিশ কর্তারা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

About Author