Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকায়, আহতদের কাঁধে করে উদ্ধার করল ফায়ার কর্মীরা

Updated :  Sunday, December 8, 2019 10:38 PM

দিল্লি : রবিবার সকালে দিল্লির একটি আনাজ মান্ডিতে ভয়াবহ আগুন লাগে। একটি ব্যাগ বানানোর কারখানা থেকে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। সেখান থেকে আসেপাশে আগুন ছড়িয়ে পড়ে। কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতরা বেশিরভাগই মজদুর শ্রেণির ছিলেন বলে জানা যায়। আগুন লাগার পর দমকল বাহিনী এলেও সরু গলির মধ্যে ঢোকা সম্ভব হয়নি। তাই আহতদের কাঁধে করে বের করেছেন ফায়ারকর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে, সংকীর্ণ গলি দিয়ে কর্মীরা আহতদের কাঁধে করে বের করছেন। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকায় তাদের অটো রিকশার মাধ্যমে হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে দমকল আধিকারিকদের ধারণা শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে দমকলের ২৫ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

১৯৯৭ সালের ১৩ই জুন একটি ভয়াবহ অগ্নিকান্ডে হয়েছিল। তারপর দিল্লিতে এটিই আরেকটি ভয়াবহ অগ্নিকান্ড বলে শোনা যাচ্ছে। আগের ঘটনায় ৫৯ জন মারা গেছিলো এবং ১০০ জনের বেশি আহত হয়েছিল।