কলকাতা: সল্টলেক এফডি ব্লকের পুজো মণ্ডপে ভয়াবহ বিধ্বংসী আগুন। সকাল 6 টা 25 মিনিট নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেতরে দুর্গা প্রতিমা ছিল বলে জানা গিয়েছে, যা পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
গোটা মন্ডপ চত্বর জুড়ে 16টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যা আগুনের লেলিহান শিখায় কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরাগুলি কার্যত ছাইয়ে পরিণত হয়েছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে আজ, বুধবার সকাল 6 টা 25 মিনিট নাগাদ এই ভয়াবহ আগুন লাগে। যদিও কী থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই।
মণ্ডপে আগুন লাগার ঘটনায় সল্টলেক এফডি ব্লকের পুজো উদ্যোক্তারা বলেছেন, ‘দমকল বিভাগ থেকে অনুমতি নেওয়া শুরু করে পুলিশের অনুমতি এমনকি মন্ডপের মধ্যে ফায়ার ডিস্টিঙ্গুইশারের ব্যবস্থাও করা হয়েছিল। একটা পুজো করার জন্য যা যা অনুমতি প্রয়োজন হয়, সেই সমস্ত অনুমতি নেওয়া ছিল।’ কিন্তু তাহলে এই আগুন লাগল কী করে? কোনও গাফিলতি রয়ে গিয়েছিল কি? এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে।
ঘটনাস্থল ইতিমধ্যেই গিয়েছে ফরেনসিক টিম। মন্ডপ চত্বর এবং আশেপাশের এলাকা ফরেনসিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। যে সমস্ত পদার্থ পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে যে, কী থেকে এই ভয়াবহ আগুন লেগেছে?