কলকাতানিউজ

মেট্রো লাইনে আগুন, ব্যস্ত সময়ে ভোগান্তি যাত্রীদের

Advertisement

কলকাতা : কলকাতা শহরে ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা। অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা। মেট্রোর লাইনে আগুনের ফুলকি দেওয়ায় নিরাপত্তার কারণে পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা গেছে। মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছালেও ঠিক কতক্ষণ পর স্বাভাবিক হবে পরিষেবা সে বিষয়ে কোন সুস্পষ্ট ঘোষণা নেই মেট্রো কর্তৃপক্ষের তরফে। ফলে চরম বিপাকে যাত্রীরা।

আপাতত সেন্ট্রাল থেকে নোয়াপাড়া এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হলেও মাঝে চাঁদনি চক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। দমদমের কাছাকাছি মেট্রো রেকের থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা গিয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দুপুর সাড়ে বারোটা নাগাদ নোয়াপাড়াগামী একটি মেট্রো ময়দান ঢোকার আগে হঠাৎই থেমে যায়।

কোনক্রমে তা ময়দানে পৌঁছালে সেখানে সমস্ত যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। যাত্রীদের জানানো হয়, মেট্রো লাইনে সমস্যা দেখা দেওয়ায় আপাতত এখান থেকে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ফলে, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, অনেকেই বিকল্প পথে গন্তব্য স্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে, ঘনঘন শহরে এই ভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিরক্তি প্রকাশ করেন শহরের মানুষ।

Related Articles

Back to top button