টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষরা নথিভূক্ত করতে পারবে নাম, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

কলকাতা: টিকা (Vaccine) নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে। দেশ জুড়ে গণহারে টিকাকরণ কর্মসূচি গত ১৬ জানুয়ারি (January) থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুমোদনক্রমে করোনা (Coronavirus) যোদ্ধারাই আগে করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাবেন। কেন্দ্রীয় সরকারের (Central Govt) নির্দেশ মতো পশ্চিমবঙ্গেও ষষ্ঠ পর্যায়ে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। আপাতত স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাই টিকা পাচ্ছেন। এরপর পুলিশ, পুর কর্মী এবং সাফাই কর্মীরা টিকা পাবেন বলে জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষ কবে থেকে টিকা পাবেন সে সম্পর্কে এখনো কিছু জানায়নি । রাজ্য অবশ্য এবার সাধারণ মানুষকে টিকা দেওয়ার কথা ভাবছে।

কলকাতার পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি তেমনটাই আভাস দিয়েছেন। রবিবার চেতলায় ‘‌দুয়ারে সরকার’‌ শিবিরে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, টিকা নেওয়ার জন্য এবার সাধারণ মানুষের নাম নথিভুক্ত করা হবে।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, সোমবার থেকেই কলকাতায় তার মেয়র্‌স ক্লিনিকে সাধারণ মানুষের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। আপাতত ৫০ বছরের বেশি বয়সীরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তবে তিনি জানিয়েছেন, “আজকে নাম লিখিয়ে যদি মনে করেন পরশুই টিকা পেয়ে যাবেন, তাহলে কিন্তু ভুল করবেন!”