Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের সীমান্তে গুলি বর্ষন, পাক সেনার হামলায় নিহত ২ ভারতীয় সেনা

Updated :  Sunday, October 20, 2019 11:20 AM

পাকিস্তান ও ভারত যেন দুজনের মধ্যে সাপ ও নেউলের সম্পর্ক। একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। সে ক্রিকেটে হোক বা রাজনীতিতে হোক অথবা চিন্তাভাবনায় হোক। এক দেশ চায় শান্তি বজায় রাখতে ও অপর দেশ চায় শান্তি ভঙ্গ করতে।

ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব শুরু হয় স্বাধীনতার সময় থেকে। তার পরিপূর্ণ প্রকাশ পায় ২০০০ সালে কার্গিলের যুদ্ধে। পুলওয়ামা ঘটনা, বালাকোটের ঘটনা, সার্জিক্যাল স্ট্রাইকের মতো সংঘর্ষ কারী ঘটনা দুজনের মধ্যে ঘটেছে। সাম্প্রতিক কাশ্মীরে ৩৭০ ধারা অবসানের পর দুই দেশের সম্পর্ক আরো তিক্ততর হয়ে উঠেছে।

আবারো এরম ঘটনার সম্মুখীন হল ভারতীয় সেনা। পাকিস্তানিরা অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই ভারতীয় সৈন্যকে হত্যা করে জম্মু -কাশ্মীরের টাঙ্গধর সেক্টরে। যেখানে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে। সেখানে ভারতীয় সৈন্যরাও দুই জওয়ানের মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর এই দুই দেশের সম্পর্ক আরও তিক্ততর হবে বলে মনা করা যাচ্ছে।