First AC sleeper vande bharat train: প্রথম বন্দে ভারত এসি স্লিপার ট্রেন ছুটবে এই রুটে, জানুন কথা থেকে শুরু হবে যাত্রা
প্রথম বন্দে ভারত স্লিপার কিছুদিনের মধ্যেই কার্যকরী হবে
সারা দেশে বিভিন্ন রুটে ইতিমধ্যেই বন্দে ভারত ট্রেনের ঘোষণা করা হয়েছে। এর পরে, এখন বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল বিভাগ। এখন পর্যন্ত যে বন্দে ভারত ট্রেন চলছিল তাতে শুধু চেয়ার কারের সুবিধা ছিল। কিন্তু এখন যে বন্দে ভারত ট্রেন চালানো হবে, সেখানে স্লিপার বার্থও দেওয়া হবে।
প্রথমত, দিল্লি ও মুম্বইয়ের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল। দিল্লি মুম্বাইয়ের মধ্যে চলা বন্দে ভারত ট্রেনটি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হতে চলেছে। বন্দে ভারত-এর নতুন এসি স্লিপার মডেলটি যোধপুরের কেন্দ্রীয় রক্ষণাবেক্ষণ ডিপোতে তৈরি করা হচ্ছে।
বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে। রেল মন্ত্রক ঘোষণা করেছে যে ২০২৪ সালে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে একটি স্লিপার বন্দে ভারত ট্রেন চালানো হবে। স্লিপার বন্দে ভারত একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন হবে।
জানা যাচ্ছে এই ট্রেনটির যাত্রা যোধপুর থেকে শুরু হবে। ট্রেনটি দেশের রাজধানী নয়াদিল্লি থেকে মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাল পর্যন্ত যাবে। কয়েকটি স্টেশনের মধ্যে ডাবিংয়ের কাজ এখনও বাকি রয়েছে, যা ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে। এমতাবস্থায় মার্চ মাসেই এই ট্রেন চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।