First Class Coaches in Local Train: কলকাতার জন্য দারুণ খবর, তিন জোড়া লোকাল ট্রেনে চালু হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা

কলকাতার রেলযাত্রীরা খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন। পূর্ব রেল খুব তাড়াতাড়ি শিয়ালদহ ডিভিশনে তিনটি লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে টুইট করে এই তথ্য জানিয়েছে। পূর্ব…

Avatar

কলকাতার রেলযাত্রীরা খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন। পূর্ব রেল খুব তাড়াতাড়ি শিয়ালদহ ডিভিশনে তিনটি লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে টুইট করে এই তথ্য জানিয়েছে। পূর্ব রেলের তরফে টুইট করে জানানো হয়েছে, খুব শিগগিরই কলকাতার শিয়ালদহ ডিভিশনের তিনটি লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কোচ বসানো হবে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

পূর্ব রেল শীঘ্রই শিয়ালদহ বিভাগের অধীনে কমপক্ষে তিনটি লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কোচ স্থাপনের কথা জানিয়েছে। মনে করা হচ্ছে , রানাঘাট-শিয়ালদহ লেডিস স্পেশাল, শিয়ালদহ-ব্যারাকপুর এবং শিয়ালদহ-নৈহাটি লোকালে প্রথম শ্রেণির কোচ যুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পরীক্ষামূলকভাবে বর্তমানে তিন জোড়া লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কোচ বসানো হবে। শিয়ালদহ-রানাঘাট শহরতলির এক আধিকারিক জানিয়েছেন, “ফিডব্যাকের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রানাঘাট-শিয়ালদহ লেডিস স্পেশাল, শিয়ালদহ-ব্যারাকপুর এবং শিয়ালদহ-নৈহাটি জোড়ায় প্রথম শ্রেণির কোচ চালানোর প্রস্তাব গত নভেম্বরে অনুমোদিত হয়।” শিয়ালদহ থেকে বিধাননগরের দূরত্ব ৪ কিলোমিটার, দ্বিতীয় শ্রেণির জন্য ৫ টাকা এবং প্রথম শ্রেণির জন্য ২৫ টাকা ভাড়া ধার্য করা হতে পারে।

একইভাবে শিয়ালদহ থেকে টিটাগড় পর্যন্ত ২১ কিলোমিটারের জন্য প্রথম শ্রেণিতে ৫৫ টাকা এবং দ্বিতীয় শ্রেণিতে ১০ টাকা খরচ হবে। এই অনুযায়ী প্রথম শ্রেণিতে চার কিলোমিটার যাত্রার জন্য মাসিক পাসের খরচ পড়বে ৩৪৫ টাকা। দ্বিতীয় শ্রেণিতে ১০০ টাকা বেশি খরচ হবে।