এনআরসি সিএএ প্রতিবাদে দেশজুড়ে চলছে বিক্ষোভ, মিছিল। অরাজকর পরিবেশের সৃষ্টি হয়েছে গোটা দেশে। যার প্রভাব সবথেকে বেশি পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের রাজ্যে। সিএএ বিক্ষোভে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে।সেখানে ২৮ জন বাসিন্দা প্রাণ হারিয়েছে এই বিক্ষোভে।
এবার সেই নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জী সর্বপ্রথম শুরু হতে চলেছে উত্তরপ্রদেশে। এর মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের তালিকা তৈরি করা হবে, এইসব হিন্দু, শিখ জৈন, পারসিক এবং খ্রিস্টান শরণার্থী ও বেআইনি শরণার্থীদের প্রথম ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সংখ্যালঘু হত্যা পাকিস্তানের পেশোয়ারে, দোষ ঢাকতে মোদীকে দায়ী ইমরানের
অবিনাশ আওয়াস্থি যিনি উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব তিনি জানিয়েছেন দেশের মধ্যে সর্বপ্রথম উত্তরপ্রদেশেই সিএএ কার্যকর হবে। তিনি আরও জানান উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, রায়পুর, শাহজাহানপুর, নয়ডা এবং গাজিয়াবাদে এই ধরনের শরণার্থী বেশি পরিমাণে আছে।
এখন দেখা যাক দেশজুড়ে হওয়া এনআরসি, সিএএ বিক্ষোভে যে অসহায় অবস্থার সৃষ্টি হয়েছিল উত্তরপ্রদেশে,সিএএ কাজ শুরু হলে কেমন পরিস্থিতি হয় সেখানে। তবে মুসলিম শরনার্থীদের বিষয়ে কিছু জানানো হয়নি যোগী সরকারের নির্দেশিকায়।